Ind vs Pak : ''ভারতের কাছে আর ভিক্ষা চাইব না'', বলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড

পরিস্থিতি পুরোপুরি প্রতিকূলে। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটেরও চেষ্টা করেছিল ভারতীয় বোর্ড।

Updated By: Jun 14, 2019, 01:52 PM IST
Ind vs Pak : ''ভারতের কাছে আর ভিক্ষা চাইব না'', বলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড

নিজস্ব প্রতিবেদন : মউ চুক্তির পরও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই-এর বিরুদ্ধে আইসিসির কাছেও অভিযোগ দায়ের করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। লাভ হয়নি। উল্টে পিসিবিকেই বড় জরিমানা দিতে হয়েছে। আসলে পাকিস্তান ক্রিকেটের অবস্থা এখন সঙ্কটজনক। একে তো শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসবাদী হামলার পর থেকে কোনও দেশ আর পাকিস্তানে সিরিজ খেলতে যেতে চায় না। তার উপর ভারতের সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক ঠেকেছে তলানিতে। যার প্রভাব পড়েছে ক্রিকেটেও। ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনাও নেই বললেই চলে।

আরও পড়ুন-  Ind vs Pak : আমিরকে কী করে সামলাতে হবে, বিরাটকে মাস্টারপ্ল্যান দিলেন সচিন

পরিস্থিতি পুরোপুরি প্রতিকূলে। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটেরও চেষ্টা করেছিল ভারতীয় বোর্ড। কিন্তু আইসিসির নিয়মের জেরে তা সম্ভব হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশ্য এত কিছুর পরও আশা ছাড়েনি। তারা এখনও দ্বিপাক্ষিক সিরিজের আশা দেখছে। কিন্তু সেই সম্ভাবনা এখন আর নেই। আর তাই পিসিবি প্রধান এহসান মানির মেজাজ গরম। তিনি সাফ জানিয়েছেন, ''দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য ভারতের কাছে আর ‘ভিক্ষা’ চাইবে না পাকিস্তান।'' পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মানি বলেছেন, ‘আমরা খুব সম্মানজনক ও স্বাভাবিক পদ্ধতিতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু ওরা বারবার সেটা প্রত্যাখ্যান করেছে। রাজনীতি ও খেলাধূলাকে আলাদা জায়গায় রাখার পক্ষে আমরা। তাই পিসিবি ঠিক করেছে, আমরা আর কোনও দেশের কাছে সিরিজ খেলার আর্জি জানাব না।’

আরও পড়ুন-  বিশ্বকাপের মাঝে বিলেতে বসেই সুখবর পেলেন শাস্ত্রীরা

চুক্তি থাকলেও ২০১৩ সালের পর পাকিস্তানের সঙ্গে আর কোনও সিরিজে খেলেনি ভারত। যদিও আইসিসির টুর্নামেন্টে দুই দেশকে মুখোমুখি হতে হয়েছে। এদিন মানি জানান, ২০২১ সালে শ্রীলঙ্কা দল পাকিস্তান সফরে যাবে। যেখানে থাকবে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট ম্যাচ। মানি বললেন, ''শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে খেলে আমরা অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট খেলতে যাব। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চাই আমরা। তার জন্য নিরাপত্তা সুনিশ্চিত করার সবরকম ব্যবস্থা করব আমরা।'' 

.