নিজস্ব প্রতিবেদন: শেষ পর্যন্ত মোহনবাগানের নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন সচিব অঞ্জন মিত্র।  বাগানের আসন্ন নির্বাচনে সচিব পদে তাঁর লড়াই ছিল দীর্ঘদিনের বন্ধু টুটু বসুর সঙ্গে।  আগামী ২৮ অক্টোবর মোহনবাগানের নির্বাচন। দীর্ঘদিন ধরেই ক্লাবের দুই গোষ্ঠীর লড়াই তুঙ্গে। একদিকে অঞ্জন মিত্র অন্যদিকে টুটু বসু, সৃঞ্জয় বসু, দেবাশিস দত্তরা। ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছিলেন দুই গোষ্ঠীর সদস্যরা। বুধবারই ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আর শেষ দিনই হয়ে গেল নাটক। সচিব পদের জন্য মনোনয়ন জমা দিয়েও তা প্রত্যাহার করে নিলেন বর্তমান সচিব অঞ্জন মিত্র। যার ফলে নির্বাচন হয়ে দাড়াল এক তরফা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- চলে গেলেন ঋদ্ধি, সৌরভদের ব্যাট তৈরির কারিগর


বিনা প্রতিদ্বন্দ্বিতায় সচিব পদ পেতে চলেছেন টুটু বসু। কার্যত সব ঘুঁটিই এখন টুটু বসুদের কোর্টে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে শুধুমাত্র অঞ্জনবাবু নন , তাঁর পাশাপাশি হকি সেক্রেটারি পদ থেকে শৈলেন্দ্রনাথ ঘোষও মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? যা খবর, অঞ্জন মিত্র ভেবেছিলেন, শেষ মুহূর্তেও দুই শিবিরের মিলিত প্যানেল গঠিত হতে পারে। কিন্তু শেষমেশ হয়ে ওঠেনি। এদিকে, ময়দানে গুঞ্জন, টুটু বসু শিবিরের প্রচার, জনপ্রিয়তা দেখে একপ্রকার সরেই গেলেন অঞ্জন মিত্র। তবে অঞ্জন মিত্র কিন্তু ড্যামেজ কন্ট্রোল করে গেলেন। শোনা যাচ্ছে, তিনি জানিয়েছেন, টুটু বোস তাঁর কাছের বন্ধু। আর নির্বাচনে মুখোমুখি লড়াইয়ে বন্ধুত্বে ফাটল ধরাতে চান না। সেই কারণেই এমন সিদ্ধান্ত।