নিজস্ব প্রতিবেদন: অনূর্ধ্ব-১৯ ZEE বাংলা ফুটবল লিগে গ্রুপ-D থেকে শেষ চারে উঠেছে মোহনবাগান। গ্রুপ পর্বে চারটি ম্যাচের চারটিতেই জিতেছে মোহনবাগান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



# কীভাবে সেমি ফাইনালে উঠল মোহনবাগান দেখে নেওয়া যাক-


প্রথম ম্যাচে কমপ্ল্যান হাওড়া একাদশকে ১-০ গোলে হারায় মোহনবাগান। সবুজ-মেরুনের হয়ে একমাত্র গোলটি করেন শুভ ঘোষ।


দ্বিতীয় ম্যাচে মানভূম ম্যাজিশিয়ানসকে ২-০ গোলে হারায় মোহনবাগান। বাগানের হয়ে গোল দুটি করেন কিয়ান নাসিরি গিরি এবং দীপ মণ্ডল।


গ্রুপ-D তে নিজেদের তৃতীয় ম্যাচে নদিয়া নায়কসকে ৪-১ গোলে হারায় মোহনবাগান। এই ম্যাচে সবুজ-মেরুনের হয়ে হ্যাটট্রিক করেন শুভ ঘোষ। অন্য গোলটি করেন দীপ সাহা।


গ্রুপের শেষ ম্যাচে মোহনবাগান দুরন্ত দিনাজপুর(উত্তর) কে ৭-০ গোলে উড়িয়ে দেয়। সবুজ-মেরুনের হয়ে ২টি করে গোল করেন শুভ ঘোষ ও কৌশিক সাত্রা। একটি করে গোল করেন কিয়ান  নাসিরি গিরি, অনির্বান দাস এবং লালথানখুমা।


৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ-D এর শীর্ষে থেকে অনূর্ধ্ব-১৯ ZEE বাংলা ফুটবল লিগের সেমি ফাইনালে উঠেছে মোহনবাগান। শেষ চারে সবুজ-মেরুনের প্রতিপক্ষ ২৪ পরগনাস(উত্তর)মাস্টার্স।


আরও পড়ুন - ZEE বাংলা ফুটবল লিগ : গ্রুপ-B থেকে সেমি ফাইনালে ইস্টবেঙ্গল