সুখেন্দু সরকার


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্লকবাস্টার ফ্রাইডেতে গোয়ার তিলক ময়দানে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়েছে এটিকে মোহনবাগান। সুপার স্যাটারডেতে ইডেন গার্ডেন্সে বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ - এ টানটান ম্যাচে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল মোহনবাগান। বায়ো বাবলে ক্রিকেট ডার্বি এক রানে জিতল সবুজ মেরুন ব্রিগেড।


শনিবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে ফাঁকা গ্যালারিতে টানটান  টি টোয়েন্টি র উন্মাদনা। ক্রিকেটের ডার্বি জিততে শেষ ওভারে ৮ রান দরকার ছিল ইস্টবেঙ্গলের। ক্রিজে সায়ন শেখর মন্ডল সুজিত যাদব। শেষ বলে লাল-হলুদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। ম্যাচ টাই করতে প্রয়োজন দুরান। সায়ন ঘোষ এর বলে দুরান নিতে গিয়ে রান আউট হলেন সায়ন শেখর মন্ডল। এক রানে ডার্বি জয় মোহনবাগানের।


আরও পড়ুন-  ''কৃষকরা অন্নদাতা, ওদের কথা কি একবার শোনা যায় না?'' আন্দোলন সমর্থন ভাজ্জির


ব্যাট হাতে অনুষ্টুপ আর বিবেক, বল হাতে দুরন্ত ঋত্বিক, আকাশদীপ। শেষ ওভারে চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রেখে বোলিং করলেন সায়ন ঘোষ। আর তাতেই বাইশ গজে ডার্বিতে বাজিমাত করল মোহনবাগান। ১২২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে পরপর উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় ইস্টবেঙ্গল। ৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে লাল-হলুদের ক্রিকেট টিম। এখান থেকেই ইস্টবেঙ্গলের জয়ের আশা জাগিয়ে তোলেন সায়ন শেখর মন্ডল। তবে  কাজে এল না ৫২ রানের লড়াকু ইনিংস। মোহনবাগানের হয়ে ঋত্বিক ৬ রানে ৩ উইকেট নেন। আকাশদীপ নেন দুটি উইকেট।


ব্যাট হাতে অনুষ্টুপ মজুমদার এর অপরাজিত অর্ধশতরান আর বিবেক সিংয়ের ব্যাটে ভর করে কুড়ি ওভারে ৫ উইকেট হারিয়ে ১২১ রান তোলে মোহনবাগান। অনুষ্টুপ মজুমদার ৩৭ বলে অপরাজিত ৫৫ রান করেন। ৪১ রান করেন বিবেক। বল হাতে ইস্টবেঙ্গলের কনিষ্ক শেঠ ৩১ রান দিয়ে নেন তিনটি উইকেট। হাঁটুতে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন মোহনবাগানের মনোজ তিওয়ারি। ক্রিকেটের নন্দনকানন এদিন ক্রিকেট শুরু হওয়ার আগে ইডেন বেল বাজানো বাংলার প্রাক্তন স্পিনার উৎপল চট্টোপাধ্যায়।