নিজস্ব প্রতিবেদন: ১৭ ডিসেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া চার টেস্টের বর্ডার-গাভাসকর ট্রফি। অ্যাডিলেড ওভালে প্রথম টেস্ট হবে দিন-রাতের গোলাপি বলে। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামার আগে অস্ট্রেলিয়া শিবির যেন মিনি হাসপাতালে পরিণত হয়েছে।একের পর এক ক্রিকেটার চোটের কবলে পড়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - জুভেন্টাসের জার্সিতে শততম ম্যাচে নজির গড়লেন রোনাল্ডো


ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার। খেলেননি টি-টোয়েন্টি সিরিজেও। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টেও নেই তারকা ওপেনার।


প্রথম টেস্টে ওয়ার্নারের সম্ভাব্য ওপেনিং পার্টনার হিসেবে ভাবা হয়েছিল তরুণ প্রতিভা উইল পুকোভস্কিকে। কিন্তু বাউন্সারের আঘাতে মাথায় চোট পেয়ে অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট নেই তিনি।


এবার চোট পেলেন সিন অ্যাবট। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কাফ মাসেলে চোট পান। আর তাই প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন তিনি। প্রথম টেস্টে অ্যাবোটের পরিবর্তে অস্ট্রেলিয়া দলে ঢুকেছেন অলরাউন্ডার মোসেস হেনরিকস। চার বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরলেন হেনরিকস।



তবে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে অস্ট্রেলিয়ার শিবির যখন মিনি হাসপাতাল তখন মেলবোর্নে দ্বিতীয় টেস্টে মাঠে ফিরতে মরিয়া ডেভিড ওয়ার্নার, উইল পুকোভস্কি। জানা গিয়েছে সিন অ্যাবোটও দ্বিতীয় টেস্টের আগে সুস্থ হয়ে যাবেন এবং দলে ফিরবেন।



আরও পড়ুন - ''পান্ডিয়াকে দেখে শিখুক পাকিস্তানের ক্রিকেটাররা'', ফের বিস্ফোরণ কানেরিয়ার