জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ক্রিকেটে রান তাড়া করতে নেমে হেরে যাওয়ার ঘটনা তো আর নতুন কিছু নয়। আকছার ঘটে মহাবিশ্বে। তবুও এখানে দু'টি বিষয় থাকে। এক লড়াই করে হেরে যাওয়া, দুই অসহায় আত্মসমর্পণ! তবে এবার যা পড়তে চলেছেন, তা সব কিছু ছাপিয়ে গিয়েছে!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সীমাহীন লজ্জায় মুখ ঢাকল মঙ্গোলিয়া। জাপানের বিরুদ্ধে খেলতে নেমে তারা ১২ রানে অলআউট হয়ে গেল। হ্য়াঁ, ঠিকই পড়লেন। হারের 'ডজন গপ্পো' লিখে পূর্ব এশিয়ার এই দেশ একেবারে অপ্রত্য়াশিত রেকর্ড করে ফেলল। এখন টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বনিম্ন রান করা দেশের তালিকায় দুয়ে মঙ্গোলিয়া!


আরও পড়ুন: Viral Video | Sanjiv Goenka Scolds KL Rahul: ছিঃ ছিঃ, ভরা মাঠে গোয়েঙ্কার তীব্র ভর্ৎসনা রাহুলকে! 'দরজা বন্ধ করে করুন'


মঙ্গোলিয়া পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ খেলতে জাপানে সফররত। সিরিজের দ্বিতীয় ম্য়াচ হয়েছিল সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে। কেন্ডেল কান্দোওয়াকি ফ্লেমিংয়ের জাপান টস জিতে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে তুলেছিল ৭ উইকেটে ২১৭ রান। 


এই রান তাড়া করতে নেমে লুভাস্য়ানজুনদুই আর্ডেনবালগামের মঙ্গোলিয়া মাত্র ১২টি রান করেছে। ২০৫ রানে হেরেছে তারা। মঙ্গোলিয়ার সাতজন ব্য়াটার গোল্লা পেয়েছেন পরীক্ষার খাতায়! জাপানের হয়ে কাজুমা কাটো-স্ট্য়াফোর্ড তুলে নিয়েছেন একাই পাঁচ উইকেট।


মঙ্গোলিয়া এখনও পর্যন্ত পাঁচটি টি২০আই ম্য়াচ খেলেছে তাদের ক্রিকেট ইতিহাসে। হাংঝাউ এশিয়াডে তাদের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। যদিও গ্রুপ পর্যায়ে বিদায় নিতে হয়েছিল। দেখতে গেলে মঙ্গোলিয়া শুধুই ক্রিকেটে মিনো দেশই নয়, একেবারেই নবিশও।


এবার ঝলকে দেখে নিন টি২০আই-তে সর্বনিম্ন রানের নজির:


 
আইল অফ ম্য়ানের ১০ রান  স্পেনের বিরুদ্ধে


মঙ্গোলিয়ার ১২ রান জাপানের বিরুদ্ধে


তুরস্কের ২১ রান চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে


চিনের ২৩ রান মালয়েশিয়ার বিরুদ্ধে


রাওডার ২৪ রান নাইজেরিয়ার বিরুদ্ধে।


আরও পড়ুন: Rabindranath Tagore | East Bengal: 'তুমি ইস্টবেঙ্গলের হয়ে খেলবে', কিংবদন্তিকে প্রস্তাব রবি ঠাকুরের! জানেন কি এই গল্প?


 



 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)