ICC ODI World Cup 2023: হচ্ছেটা কী? আবার বদলাচ্ছে বিশ্বকাপের সূচি! নিজামের শহর থেকে এল বিরাট আপডেট
More Changes In ICC World Cup 2023 Schedule, Hyderabad Raises Security Concerns: আবার বদলাচ্ছে বিশ্বকাপের সূচি! এবার ব্যাক-টু-ব্যাক ম্যাচ আয়োজনে আপত্তি জানাল হায়দরাবাদ! বিসিসিআই-এর কোর্টে বল ঠেলেছে এই ক্রিকেট অ্য়াসোসিয়েশন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) সূচি ঘোষণা হওয়ার পরেই একাধিক বদল ঘটেছে। ভারত-পাকিস্তান মহারণ নিয়ে নয়টি ম্যাচের সূচি বদলেছে। ফের একবার সূচিতে বদল আসতে চলেছে। এবার যত কাণ্ড নিজামের শহরে! হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (Hyderabad Cricket Association, HCA) ভারতীয় ক্রিকেট বোর্ডকে (Board For Cricket Control in India, BCCI) চিঠি দিয়ে জানিয়েছে যে, নিরাপত্তাজনিত কারণে তাদের পক্ষে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Rajiv Gandhi International Cricket Stadium) ব্যাক-টু-ব্যাক বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। বদলে যাওয়া সূচিতে হায়দরাবাদে ৯ অক্টোবর নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস ( New Zealand vs Netherlands) ও তারপরের দিন ১০ অক্টোবর শ্রীলঙ্কা বনাম পাকিস্তান (Sri Lanka vs Pakistan) ম্যাচ রাখা হয়েছিল।
আরও পড়ুন: ICC ODI World Cup 2023 Tickets: মাঠে বসে খেলা দেখতে চাইলে এখনই নথিভুক্ত করান নিজের নাম
হায়দরাবাদের পুলিস পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, দু'টি ম্যাচের মধ্যে কোনও ফাঁক না থাকায়, তাদের পক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। বিশেষত শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্য়াচ নিয়েই তারা বিশেষ ভাবে ভাবিত। শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচটি ১২ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু তা বদলানো হয়েছে ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের কথা ভেবে। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন বিসিসিআই-এর কাছে 'ব্রিদিং স্পেস' চেয়েছে। মোদ্দা কথায় তারা পরপর দু'দিন ম্যাচ করতে পারবে না। দেখা যাক এবার বিসিসিআই কী রাস্তা বাতলে দেয়! আগামী ২৫ অগস্ট থেকে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে। গত ১৫ অগস্ট রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে।
নতুন সূচি অনুযায়ী, ইংল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচ হবে ১০ অক্টোবর, সকাল সাড়ে ১০টায়। পাকিস্তান বনাম শ্রীলঙ্কার খেলা ওই দিনই দুপুর ২টোয়। অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার খেলা হবে ১২ অক্টোবর দুপুর ২টোয়। নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচ রয়েছে ১৩ অক্টোবর দুপুর ২টোয়। ভারত বনাম পাকিস্তান ১৪ অক্টোবর দুপুর ২টো থেকে। ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ রাখা হয়েছে ১৫ অক্টোবর দুপুর ২টোয়। অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ হবে ১১ নভেম্বর সকাল সাড়ে ১০টায়। ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ হবে ১১ নভেম্বর দুপুর ২টোয়। ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ ১২ নভেম্বর দুপুর ২টোয়। এবার দেখার হায়দরাবাদের ম্যাচগুলি কবে হয়!
আরও পড়ুন: Sunil Gavaskar: 'বাচ্চারা বাচ্চাদের সঙ্গে খেললে দেখতে ভালো লাগে'! এবার কিংবদন্তির বাক্য-মিসাইল!