ওয়েব ডেস্ক: ডার্বি তো বটেই লিগের বাকি ম্যাচগুলোতেই আর রিজার্ভ বেঞ্চে বসবেন না মরগ্যান। লালহলুদ কোচের দেশে ফিরে যাওয়ার আসল কারণ অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। বুধবার মরগ্যানের সঙ্গে শেষ হচ্ছে ইস্টবেঙ্গলের চুক্তি। ইস্টবেঙ্গলের ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য সাফ জানাচ্ছেন মাত্র দু মাসের জন্যই ব্রিটিশ কোচের সঙ্গে তাদের চুক্তি হয়েছিল।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জেনেই হোক অথবা না জেনেই, নীল আলো শহরে বসানোর জন্য ধন্যবাদ দিতে চাই মুখ্যমন্ত্রীকে


দুমাসের চুক্তির কথা মাথায় রেখেই সেপ্টেম্বরের শুরুতে হেলথ চেকআপ রেখেছিলেন  মরগ্যান। ক্লাবের অনুরোধ মেনে ইতিমধ্যেই একবার হেলথ চেক আপ পিছিয়ে দিয়েছেন ব্রিটিশ কোচ। এবারও অনুরোধ করা হয়েছে। কিন্তু তা মানতে নারাজ মরগ্যান।


আরও পড়ুন  যাঁর জন্মদিনে ১৩০ কোটির দেশের আজ ক্রীড়াদিবস, তাঁকেই জানবেন না?