ওয়েব ডেস্ক: আইপিএল মানেই চার-ছক্কা। আইপিএল মানেই রানের বন্যা। আইপিএল মানেই ধুমধাড়াক্কা ব্যাটিং। কিন্তু আইপিএলেই হয়, এমন কিছু যেগুলো শুধু চার কিংবা ছয় নয়। আইপিএলে ০ রানে আউট হওয়ার নজিরও কম নয়। এক নজরে দেখে নিন কোন ক্রিকেটাররা আইপিএলে সবথেকে বেশি ০ রান করার নজির গড়ে রেখেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) পীযুষ চাওলা - ১১১ ম্যাচে ১১ বার শূন্য করেছেন!


২) হরভজন সিং - ১১১ ম্যাচে ১১ বার শূন্য করেছেন!


৩) গৌতম গম্ভীর - ১১৭ ম্যাচে ১১ বার শূন্য করেছেন!


৪) অমিত মিশ্র - ৯৮ ম্যাচে ১০ বার শূন্য করেছেন!


৫) মণীশ পাণ্ডে - ৭৭ ম্যাচে ১০ বার শূন্য করেছেন!


৬) পার্থিব প্যাটেল - ৯৩ ম্যাচে ৯ বার শূন্য করেছেন!


৭) জ্যাক কালিস - ৯৮ ম্যাচে ৯ বার শূন্য করেছেন!


৮) রোহিত শর্মা - ৪৪ ম্যাচে ৮ বার শূন্য করেছেন!


৯) প্রবীন কুমার - ৯৭ ম্যাচে ৮ বার শূন্য করেছেন!


১০) শেন ওয়ার্ন - ৫৫ ম্যাচে ৭ বার শূন্য করেছেন!