ওয়েব ডেস্ক: তাঁর পরিচয়টা আপনি এভাবে পেয়েছেন। তিনিই হলেন অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলা প্রথম মুসলিম ক্রিকেটার। বর্তমান অসি ক্রিকেট যাঁকে নিয়ে স্বপ্ন দেখছে। সেই উসমান খোয়াজার কিন্তু আলাদা একটা পরিচয় আছে। খোয়াজা হলেন বিশ্বের অন্থম সবচেয়ে শিক্ষিত ক্রিকেটার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- খোয়াজাকে নিয়ে যে বিতর্কে উত্তাল হয়েছিল ক্রিকেট বিশ্ব



 


পাকিস্তানের ইসলামাবাদে জন্মানো খোয়াজা পরিবারের সঙ্গে বড় হন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলশে। পড়াশোনায় ছোটবেলা থেকেই বেশ ভাল খোয়াজা উইনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলেশে। ওখানে খোয়াজা পড়াশোনা করেন অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচালার ডিগ্রি পান। তারপর অ্যাভিয়েশনের ওপর আরও একটা কোর্স করে পেয়ে যান বেসিক পাইলট লাইসেন্স। তখনও কিন্তু ড্রাইভিং লাইসেন্স পাননি খোয়াজা। একদিকে আকাশে উড়ছেন, অন্যদিকে চুটিয়ে ক্রিকেট খেলছেন।



 


আরও পড়ুন-যে তিন বিশ্বরেকর্ড গড়ার দোরগোড়ায় ধোনি


খোয়াজা বারবার বলেন, আকাশে উড়তে তাঁর খুব ভাললাগে। অস্ট্রেলিয়ার হয়ে ১৫টি টেস্ট ও ১২টি ওয়ানডে খেলেছেন। টেস্টে তাঁর ৪টি শতরানও আছে।