বিরাটই বিশ্বের ১ নম্বর
`বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান বিরাট কোহলি`। সুনীল গাভাস্কার থেকে সচিন তেন্ডুলকার, মাইকেল ক্লার্ক থেকে মাইকেল ভন, লারা থেকে লতা মঙ্গেশকর বিরাটের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটের সর্বকালের সেরারা, বাদ যাননি `নাইট অ্যাঙ্গেল ভয়েস`ও। ২২ গজে একের পর এক মাইল ফলক তৈরি করতে করতে বিরাট আজ একেবারে শিখরে। আইসিসির সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকা প্রকাশ হল আজই আর কোনও সন্দেহ ছাড়াই র্যাঙ্কিংয়ে শীর্ষে বিরাট কোহলি।
ওয়েব ডেস্ক: 'বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান বিরাট কোহলি'। সুনীল গাভাস্কার থেকে সচিন তেন্ডুলকার, মাইকেল ক্লার্ক থেকে মাইকেল ভন, লারা থেকে লতা মঙ্গেশকর বিরাটের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটের সর্বকালের সেরারা, বাদ যাননি 'নাইট অ্যাঙ্গেল ভয়েস'ও। ২২ গজে একের পর এক মাইল ফলক তৈরি করতে করতে বিরাট আজ একেবারে শিখরে। আইসিসির সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকা প্রকাশ হল আজই আর কোনও সন্দেহ ছাড়াই র্যাঙ্কিংয়ে শীর্ষে বিরাট কোহলি।
প্রথম পাঁচ
বিরাট কোহলি (ভারত)
অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)
মার্টিন গুপ্তিল (নিউ জিল্যান্ড)
ফ্র্যাঙ্কোস দু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা)
অ্যালেক্স হেলস (ইংল্যান্ড)
ব্যাটসম্যানদের তালিকার সঙ্গেই প্রকাশিত হয়েছে বোলারদেরও তালিকা। একে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের লেগ স্পিনার স্যামুয়েল বদ্রি। সাফল্যের নিরিখে যে পয়েন্ট তালিকা করা হয়েছে সেখানে রয়েছে স্পিনারদেরই দাপট।
প্রথম পাঁচ-
স্যামুয়েল বদ্রি (ওয়েস্ট ইন্ডিজ)
ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)
রবিচন্দ্রন অস্বিন (ভারত)
শাহিদ আফ্রিদি (পাকিস্তান)
কেইলি অ্যাবট (দক্ষিণ আফ্রিকা)