ওয়েব ডেস্ক: এম এস ধোনি, হরভজনদের জন্যই টাকা বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়েছেন এক ব্যক্তি। পুরনো একটি ঘটনাকে কেন্দ্র করে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন রমেশ নাইওয়াল নামে এক ব্যক্তি। ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ট্যুইটারে ওই ব্যক্তি জানিয়েছেন, বিজ্ঞাপনে ধোনি-ভাজ্জির নাম নিয়ে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সংস্থাগুলো, তার  অধিকাংশই পূরণ করতে পারেনি। এমনকী বহু প্রোজেক্টও শেষ হয়নি। এদিকে বিনিয়োগকারীরা তত দিনে নিজেদের পকেট থেকে অর্থ ব্যয় করে ফেলেছেন। 


ওই ব্যক্তি ট্যুইটারে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, 'আপনারা তো বিজ্ঞাপনে প্রচার করে সুসজ্জিত ভিলা পয়েছেন, কিন্তু আমি কী পেয়েছি! আমি তো টাকা বিনিয়োগ করে ডুবেছি।'



বিষয়টি ঠিক কী?


আসলে একটা সময়ে রিয়েল এস্টেটের হয়ে বিজ্ঞাপনে প্রচার করতে দেখা যেত ভারতীয় ক্রিকেটারদের। ধোনি, হরভাজনও সেই বিজ্ঞাপনের মুখ ছিলেন।  পরে দু’জনেই সরে আসেন। নিজেরা সরে গেলেও বিতর্ক তাঁদের পিছু ছাড়েনি।  ধোনি অবশ্য এই ট্যুইটের কোনও প্রতিক্রিয়া দেননি।