নিজস্ব প্রতিবেদন: ব্যাট হাতে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি এখনও ডিপেন্ডেবল। এবার অনুশীলনের ফিটনেস ট্রেনিংয়ে ধোনি দেখিয়ে দিলেন তিনি জুনিয়রদের থেকেও ফিট। একশো মিটার দৌড়ের জন্য মাহি ডেকে নিয়েছিলেন বারো বছরের ছোট হার্দিক পান্ডিয়াকে। ভারতের অলরাউন্ডার প্রথমে ব্যাপারটিকে খুব হালকাভাবে নেন। কিন্তু প্রাক্তন অধিনায়ক তাঁকে পরিস্কার বলে দেন ফিটনেস ট্রেনিং চলছে। তাই সিরিয়াসলি দৌড়তে হবে। আর এই একশো মিটার দৌড়ে অনায়াসে হার্দিককে হারিয়ে মাহি বুঝিয়ে দিলেন তিনি এখনও অনেকদিন আন্তর্জাতিক ক্রিকেটে রাজ করবেন।


আরও পড়ুন- রোহিতের সেঞ্চুরির নাম রিতিকা