নিজস্ব প্রতিবেদন :  রবিবাসরীয় আইপিএল ফাইনালে মুম্বইয়ের কাছে লাস্ট বল থ্রিলারে হেরে খেতাব হাতছাড়া হয়েছে চেন্নাইয়ের। বিশেষজ্ঞরা বলছেন ধোনির রান আউটটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। কিন্তু ফাইনালের মঞ্চে ব্যাট হাতে নামার আগেই রেকর্ড গড়ে ফেলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের ইতিহাসে সফল উইকেটকিপার হিসেবে নজির গড়লেন এমএসডি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


রবিবার আইপিএলে ১৯০ তম ম্যাচ খেলতে নেমেছিলেন ধোনি। হায়দরাবাদে ফাইনালে শর্দুল ঠাকুরের বলে মুম্বইয়ের কুইন্টন ডি'ককের ক্যাচ ধরতেই দীনেশ কার্তিকের সঙ্গে এক আসনে বসে পড়েন ধোনি। আর দীপক চাহারের বলে রোহিত শর্মার ক্যাচ ধরার সঙ্গে সঙ্গেই কার্তিককে টপকে আইপিএলে সব থেকে বেশি শিকারের রেকর্ড গড়েন ধোনি৷ ১২ বছরের  আইপিএল কেরিয়ারে এটি ধোনির ১৩২তম শিকার৷



আইপিএলে মোট ৯৪টি ক্যাচ ধরেন ধোনি৷ স্টাম্প করেছেন ৩৮টি৷ ক্যাচ ও স্ট্যাম্প মিলিয়ে দীনেশ কার্তিকের আইপিএল-এ শিকার ১৩১টি৷ ধোনি-কার্তিকের পরেই তালিকায় তিন নম্বরে রয়েছেন রবিন উথাপ্পা৷ ক্যাচ ও স্ট্যাম্প মিলিয়ে ৯০টি শিকার তাঁর।


আরও পড়ুন - IPL 2019: চ্যাম্পিয়ন মুম্বই, রানার্স চেন্নাই! কে কী পুরস্কার জিতলেন জেনে নিন