নিজস্ব প্রতিবেদন : মাহির মুকুটে নতুন পালক। মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে উইকেটের পিছনে দাঁড়িয়ে নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি। টি-টোয়েন্টিতে স্টাম্পিংয়ে পাকিস্তানের কামরান আকমলকে টপকে সবার ওপরে এখন এমএসডি-র নাম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - টি-টোয়েন্টিতে এই রেকর্ডটি গড়লেন বিরাট কোহলি!


ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে নামার আগে পাকিস্তানের কামরাল আকমলের চেয়ে একটি স্টাম্পিং কম ছিল মহেন্দ্র সিং ধোনির। যেখানে আকমলের নামের পাশে ছিল ৩২টি স্টাম্পিং, সেখানে ধোনির শিকার ছিল ৩১টি স্টাম্পিং। আকমলকে টপকে যেতে অবশ্য বেশি সময় নেননি মাহি। মঙ্গলবার ম্যাচের ১৪ তম ওভারে কুলদীপ যাদবের পর পর দুটি বলে জনি বেয়ারস্টো এবং জো রুটকে স্টাম্প করার সঙ্গে সঙ্গেই রেকর্ড বুকে ঢুকে পড়েন মহেন্দ্র সিং ধোনি।


আরও পড়ুন - লজ্জার রেকর্ড বাংলাদেশের!


৯১টি ম্যাচে ৩৩টি স্টাম্প করে তালিকায় সবার ওপরে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দু'নম্বরে পাকিস্তানের কামরান আকমল (৩২টি স্টাম্পিং) আর তিন নম্বরে আফগানিস্তানের মহম্মদ শাহজাদ(২৮টি স্টাম্পিং)।