আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্ণ করলেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি
অভিষেকটা অবশ্য একেবারেই ভালো হয়নি ধোনির। শূন্য রানে প্যাভিলিয়ান ফিরতে হয়েছিল তাঁকে।
নিজস্ব প্রতিবেদন : ২৩ ডিসেম্বর, ২০০৪। আজ থেকে ঠিক ১৫ বছর আগে ভারতীয় ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মহেন্দ্র সিং ধোনির। চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল মাহির। অভিষেকটা অবশ্য একেবারেই ভালো হয়নি ধোনির। শূন্য রানে প্যাভিলিয়ান ফিরতে হয়েছিল তাঁকে। তারপর অবশ্য আর পিছনে ফিরে তাকাতে হয়নি ভারতীয় ক্রিকেটের ব্লু আইড বয়কে। পরের সময়টা ইতিহাস। স্টিক টু দ্য বেসিক - ফরমুলাতেই একের পর এক সাফল্য এসেছে মাহির হাত ধরে।
** ২০০৭ সালে ধোনির নেতৃত্বে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত।
** ধোনির নেতৃত্বে ২০১১ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় ভারত।
** ২০১৩ সালে ধোনির নেতৃত্বেই ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে টিম ইন্ডিয়া
শুধু অধিনায়কই নন, একজন ক্রিকেটার হিসাবেও সফল ধোনি। বাইশ গজে বিধ্বংসী ব্যাটসম্যান আর ফিনিশার হিসাবে ধোনির জুড়ি মেলা ভার। সঙ্গে রয়েছে মাহির উইকেটকিপিংও।
** ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির মোট রান ১৭,২৬৬
** উইকেটকিপার হিসেবে ধোনির শিকার ৮২৯ জন
২০১৪ সালে টেস্ট থেকে আচমকাই অবসর নেন ধোনি। চলতি বছরে বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর আর ভারতের হয়ে মাঠে নামেননি ধোনি। বাইশ গজে ধোনির চেনা ঝলক দেখতে আজও অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা।
আরও পড়ুন - ২০২১ সাল থেকে ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে নিয়ে সুপার সিরিজের পরিকল্পনা সৌরভের