MS Dhoni ছেড়ে দিলেন CSK-র অধিনায়কত্ব! IPL 2022-এ নেতা Ravindra Jadeja
অবসরের সিদ্ধান্তে সেই চেনা চমকই রাখলেন এমএস ধোনি (MS Dhoni)
নিজস্ব প্রতিবেদন: এমএস ধোনি (MS Dhoni) ছেড়ে দিলেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings since) অধিনায়কত্ব! আসন্ন আইপিএলে (IPL 2022) সিএসকে-র নতুন সেনাপতি ধোনির 'স্যার' রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। বৃহস্পতিবার দুপুরে বিবৃতি দিয়ে জানিয়ে দিল সিএসকে (CSK)। আগামী ২৬ মার্চ আইপিএলের (IPL 2022) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) ও রানার্স কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তার আগেই ধোনি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিলেন! এবারও ক্যাপ্টেনসি ছাড়ার সিদ্ধান্তে চেনা মেজাজেই চমকে দিলেন ফ্যানদের! যেমনটা মাহি করেছিলেন ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার সময় ও আন্তর্জাতির ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তে।
ধোনির অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে চেন্নাই বিবৃতিতে লিখেছে, "এমএস ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রবীন্দ্র জাদেজার হাতে। ২০১২ সাল থেকে জাদেজা চেন্নাইয়ে অবিচ্ছেদ্য় অঙ্গ। তৃতীয় ক্রিকেটার হিসাবে সিএসকে-র নেতৃত্ব দেবেন তিনি। ধোনি এই মরশুমে এবং তার পরেও চেন্নাইয়ের হয়ে প্রতিনিধিত্ব করবে।" আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক হিসাবে ধোনির পথ চলা শেষ হল। ২০০৮ সালে আইপিএলের আবির্ভাব হয় ভারতীয় ক্রিকেটে। সেই বছর চেন্নাই ধোনিকে আইকন ক্রিকেটার হিসাবে দলে নেয়। ধোনি নেতৃত্বে চেন্নাই চারবার আইপিএল খেতাব ও দু'বার চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জিতেছে। গত মরশুমেও ধোনির নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয় 'ইয়েলো আর্মি'। চেন্নাই এই মরশুমে জাদেজা (১৬ কোটি), ধোনি (১২ কোটি), রুতুরাজ গায়কোয়াড় (৬ কোটি) ও মইন আলিকে (৮ কোটি) রিটেইন করেছিল। জাদেজার থেকে ধোনি চার কোটি টাকা কমেই চুক্তিবদ্ধ হন।
আরও পড়ুন: IPL 2022, Moeen Ali: ইংরেজ যোদ্ধা আসছেন ভারতে! ধোনির 'হলুদ সেনাবাহিনী'র বিরাট স্বস্তি
আরও পড়ুন: IPL 2022: প্রীতির Punjab Kings-কে ফের খোঁচা! বড় কথা বলে দিলেন Sunil Gavaskar