IPL 2022, Moeen Ali: ইংরেজ যোদ্ধা আসছেন ভারতে! ধোনির 'হলুদ সেনাবাহিনী'র বিরাট স্বস্তি
অনিশ্চয়তার মেঘ কাটিয়ে মইন আলি (Moeen Ali) আসছেন ভারতে।
নিজস্ব প্রতিবেদন: অনিশ্চয়তার কালো মেঘ কাটল এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings)। অবশেষে ভিসা জটিলতা কাটিয়ে বৃহস্পতিবার অর্থাৎ আজ সন্ধ্যায় মুম্বইতে আসছেন ইংরেজ অলরাউন্ডার মইন আলি (Moeen Ali)। মইনের বাবা মুনির আলি এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন,"মইন গতকাল ওর কাগজপত্র পেয়ে গিয়েছে। এবার ও ভারতে উড়ে যাওয়ার জন্য প্রস্তুত।"
সিএসতকে-র সিইও কাশী বিশ্বনাথন (CEO Kasi Viswanathan) মইনের আগমনী বার্তা নিশ্চিত করে জানিয়েছেন, "মইন বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইতে চলে আসবে। এরপর সোজা আইসোলেশনে চলে যাবে।" আইপিএলের বায়ো বাবল বিধি মেনে মইনকে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। যার মানে ধোনির 'হলুদ সেনাবাহিনী' প্রথম ম্যাচে মইনকে পাবে না।
আগামী ২৬ মার্চ আইপিএলের (IPL 2022) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই (CSK) ও রানার্স কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। চেন্নাই-কলকাতা ম্যাচে নেই মইন। বিশ্বনাথন এই প্রসঙ্গে বলছেন,"মইনকে আমরা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে পাচ্ছি না। তবে অনিশ্চয়তা কাটায় আমরা খুশি।" চেন্নাই এই মরশুমে রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), ধোনি (১২ কোটি),রুতুরাজ গায়কোয়াড় (৬ কোটি) ও মইনকে (৮ কোটি) রিটেইন করেছিল।
আরও পড়ুন: IPL 2022: MS Dhoni vs Rishabh Pant ইস্যুতে এবার আলোকপাত করলেন Shane Watson
আরও পড়ুন: IPL 2022, CSK: MS Dhoni-র 'হলুদ সেনা' এবার এই জার্সিতে! দেখুন সেই ভিডিও