নিজস্ব প্রতিবেদন:  মহেন্দ্র সিং ধোনি মানেই ঝোড়ো ব্যাটিং। এমএস ধোনি মানেই জোরে শট মারার সহজাত ক্ষমতা। এমএসডি মানেই হেলিকপ্টার শট। বেশি শট মারার জন্য যাতে বেশি বল পায় তাই তো ধোনিকে উপরের দিকে ব্যাট করতে পাঠাত বলে জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সৌরভের নেতৃত্বেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ধোনির। ভাইজাগে পাকিস্তানের বিরুদ্ধে তিন নম্বরে ধোনিকে ব্যাট করতে পাঠিয়েছিলেন সৌরভ। আর সেই ম্যাচেই দুরন্ত সেঞ্চুরি করেছিলেন মাহি। সেই প্রসঙ্গ টেনে সৌরভ বলেন, " বিশাখাপত্তনমে ধোনি দারুন সেঞ্চুরি করেছিল। এটাই নিয়ম। যে শট খেলতে ভালোবাসে তাকে বেশি বল খেলতে দিতে হয়। সচিন তেন্ডুলকর যদি ছয় নম্বরে ব্যাট করত, তাহলে ও তেন্ডুলকর হত না। "



ধোনিকে নিয়ে রীতিমতো স্টাডি করেছিলেন সৌরভ।" চ্যালেঞ্জার ট্রফিতে ওপেন করে সেঞ্চুরি করেছিল ধোনি। সেটা আমি জানতাম। নীচের দিকে ব্যাট করতে পাঠিয়ে একজন ব্যাটসম্যানকে তৈরি করা যায় না। ড্রেসিংরুমে বসে তুমি বড় ক্রিকেটার হয়ে যাবে, এটা কোনও দিন বিশ্বাস করা যায় না। ধোনির ছয় মারার যা ক্ষমতা, সেটা খুব কম জনের মধ্যে আছে" এমনটাই মত সৌরভের।



আরও পড়ুন -এক মাসও বাকি নেই, কবে IPL-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে BCCI?