নিজস্ব প্রতিবেদন: অধিনায়কত্ব ছাড়লেও, নেতা মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) এখনও প্রতি মুহূর্তে নিজের উপস্থিতি বজায় রাখছেন। প্রবল চাপের মুখে একজন জুনিয়র ক্রমাগত ভুল করলেও, সেই জুনিয়রের কাছে দাঁড়াচ্ছেন 'ক্যাপ্টেন কুল'। কাঁধে হাত দিয়ে বাড়াচ্ছেন সেই তরুণের মনোবল। মঙ্গলবার চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) ম্যাচে সেই ছবি ধরা পড়ল। সিএসকে-এর (CSK) তরুণ মুকেশ চৌধরীকে (Mukesh Choudhary) এগিয়ে এসে পরামর্শ দিলেন তিনি। ধোনির এই আন্তরিকতায় মুগ্ধ নেটিজেনরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিরাট কোহলিকে আউট করলেও, আরসিবি-র বিরুদ্ধে ফিল্ডিং করার সময় একেবারেই নিজেকে মেলে ধরতে পারেননি মহারাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই বাঁহাতি জোরে বোলার। মোট তিনটি ক্যাচ ফস্কান তিনি। ম্যাচের অষ্টম ওভারে ডিপ মিড উইকেটে সুয়াস প্রভুদেশাইয়ের ক্যাচ ছাড়েন মুকেশ। এরপর ১২তম ওভারে ডোয়েন ব্র্যাভোর বলে সুয়াসের ক্যাচ আরও একটি ক্যাচ ফেলে দেন। ক্যাচ ফেলে দেওয়ার শেষ ঘটনা ঘটে ১৫তম ওভারে। দীনেশ কার্তিকের লোপ্পা ক্যাচ ফেলে দেন তিনি। কার্তিক অবশ্য ১৪ বলে ৩৪ রানে আউট হয়ে যান। তিনি শেষ পর্যন্ত টিকে গেলে ম্যাচের আরসিবি-র দিকে ঝুকে যেতেই পারত। 




এক জন তরুণ ক্রিকেটার এভাবে ক্যাচ ফস্কে স্বভাবতই মুষড়ে পড়বেন। সেটা ধোনি জানতেন। তাই তিনি নিজেই এগিয়ে গেলেন তাঁর দিকে। মাহিশ থিকশানার বলে শাহবাজ আহমেদ আউট হওয়ার পরে যখন গোটা দল উল্লাস করছে তখন মুকেশের কাছে গিয়ে তাঁর কাঁধে হাত রেখে বেশ কিছু ক্ষণ তাঁকে বোঝান ধোনি। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাওয়ার পর থেকে সবাই ফের একবার ধোনি বন্দনা শুরু করে দিয়েছে। 



কঠিন পরস্থিতি তৈরি হলেই ধোনি তাঁর সতীর্থের পাশে দাঁড়িয়েছেন। সে সিনিয়র হোক কিংবা জুনিয়র। অধিনায়কত্ব ছেড়ে দিলেও নিজেকে বদলে ফেলেননি তিনি। 'ক্যাপ্টেন কুল'-এর উদার মানসিকতার ছবি ফের একবার ধরা পড়ল। 


আরও পড়ুন: Harbhajan Singh: বিশ্বকাপ যদি শুধু MS Dhoni জেতায় তাহলে বাকিরা কি লস্যি খেতে গিয়েছিল! ভাজ্জির বিস্ফোরণ


আরও পড়ুন: IPL 2022: MS Dhoni-র সামনেই সজোরে হেলিকপ্টার শট মারলেন Mohammed Siraj, ভিডিও ভাইরাল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)