Harbhajan Singh: বিশ্বকাপ যদি শুধু MS Dhoni জেতায় তাহলে বাকিরা কি লস্যি খেতে গিয়েছিল! ভাজ্জির বিস্ফোরণ

২০১১ সালের ২ এপ্রিল ওয়াংখেড়ের বাইশ গজে ২৭৫ রান তাড়া করছিল টিম ইন্ডিয়া। গৌতম গম্ভীর ৯৭ রান করলেও, সবাই ধোনির সেই অপরাজিত ইনিংসে এখনও মজে রয়েছেন।  

Updated By: Apr 13, 2022, 01:01 PM IST
Harbhajan Singh: বিশ্বকাপ যদি শুধু MS Dhoni জেতায় তাহলে বাকিরা কি লস্যি খেতে গিয়েছিল! ভাজ্জির বিস্ফোরণ
ধোনি নন, ভারত বিশ্বকাপ জিতেছিল। মনে করালেন ভাজ্জি। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ঘরের মাঠে শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে ২০১১ বিশ্বকাপ (2011 World Cup) জয়ের কৃতিত্ব শুধু কেন মহেন্দ্র সিং ধোনি ( Mahendra Singh Dhoni) পাবেন? ক্রিকেট যখন একটা টিম গেম, তখন কাপ জয়ের কৃতিত্ব শুধু প্রাক্তন অধিনায়কের কেন? এমনই  প্রশ্ন তুললেন হরভজন সিং (Harbhajan Singh)। আইপিএল সম্প্রচারকারী চ্যানেলে প্রাক্তন অফ স্পিনার বলেন, বিশ্বকাপ যদি শুধু ধোনিই জেতায় তাহলে কি বাকিরা লস্যি খেতে গিয়েছিল!  

২০১১ সালের ২ এপ্রিল ওয়াংখেড়ের বাইশ গজে ২৭৫ রান তাড়া করছিল টিম ইন্ডিয়া (Team India)। গৌতম গম্ভীর (Gautam Gambhir) ৯৭ রান করলেও, সবাই ধোনির সেই অপরাজিত ইনিংসে এখনও মজে রয়েছেন। ৭৯ বলে ৯১ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন 'ক্যাপ্টেন কুল'। তাই ক্রিকেটপ্রেমীরা ধোনিকেই কৃতিত্ব দেন। আর সেটাই মেনে নিতে পারছেন না ভাজ্জি। তিনি প্রতিবাদ জানিয়ে বলেন, "অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতলে সবাই বলে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে। কিন্তু টিম ইন্ডিয়া যখন বিশ্বকাপ জিতেছিল,তখন সবাই বলতে শুরু করেছিল যে ধোনি জিতেছে, তাই যদি হয় তাহলে অন্যরা কি লস্যি খেতে গিয়েছিল?"  

সেই বিশ্বকাপ জয়ের জন্য ধোনিকে কৃতিত্ব দেওয়ায় এর আগে বিরক্তি প্রকাশ করেছিলেন গম্ভীর। এবার মুখ খুললেন ভাজ্জি। 

আরও পড়ুন: Nita Ambani, IPL 2022: Rohit-এর Mumbai Indians লাগাতার চার ম্যাচ হারলেও পাশে দাঁড়ালেন মালকিন

আরও পড়ুন: IPL 2022 Playoffs: Eden Gardens-এ প্লে-অফের কটা ম্যাচ? ফাইনাল কোথায়? জেনে নিন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.