নিজস্ব প্রতিনিধি : মহেন্দ্র সিং ধোনি ফুটবল খেলেন। ফুটবল খেলেই তিনি বিশ্বে এতটা জনপ্রিয়। ফুটবলার হিসাবেই তিনি বিশ্বের দরবারে ঝাড়খণ্ডের নাম উজ্জ্বল করেছেন। সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ধোনির অগণিত ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। ধোনি কেন বিখ্যাত হয়েছেন তা আর কাউকে নতুন করে বলে দিতে হয় না। কিন্তু ধোনি যে রাজ্যের মানুষ সেই ঝাড়ণ্ডের মুখ্যমন্ত্রীই জানেন না, এমএস ফুটবল খেলেন নাকি ক্রিকেট! বিশ্বজয়ী অধিনায়ক। মিডল অর্ডারে ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান। ফিনিশার যাঁর ডাক নাম। এমনকী, উইকেটকিপার হিসাবেও ধোনির রেকর্ড ঈর্ষণীয়। সেই ধোনি সম্পর্কে এমন শিশুসুলভ মন্তব্য করে বসলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। তাঁর এমন মন্তব্য নিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে হাসাহাসি পড়ে গিয়েছে। একটি জনসভায় সবার সামনে রঘুবর দাস বলে বসেন, ফুটবলার ধোনির জন্য ঝাড়খণ্ডের নাম বিশ্বের দরবারে উজ্জ্বল হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  বাংলাদেশকে বারবার ধরাশায়ী করেছে ভারত, পরিসংখ্যান বলছে তাই



রাজ্যের ছেলে ধোনিকে নিয়ে গর্ব অনুভব করেন। অথচ সেই ধোনি আদতে যে একজন বিশ্ববিখ্যাত ক্রিকেটার সেটাই জানেন না রঘুবর দাস! সম্প্রতি রঘুবর দাসের বক্তৃতার একটি মিম ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে প্রকাশ্য সভায় ধোনিকে ফুটবলার বলছেন তিনি। রঘুবর দাস বলছেন, ফুটবলে যেভাবে ধোনি গোটা বিশ্বে ঝাড়খণ্ডের নাম উজ্জ্বল করেছে, আমার স্বপ্ন, আমাদের রাজ্যের অন্য বাচ্চারাও যেন একইভাবে গোটা দুনিয়ায় ফুটবল খেলে খ্যাতি পায়! এর পরই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। অনেকে তাঁকে জনসভায় ভাষণ দেওয়ার আগে হোমওয়ার্ক করার পরামর্শও দিয়েছেন। যদিও এমন ভুল করার পর এখনও দুঃখপ্রকাশ করেননি তিনি। রাঁচি থেকেই ধোনির উত্থান। তার পর ভারতীয় দলের অধিনায়ক। বিশ্বজয়। এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে এত বড় ভুল কী করে করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী! প্রশ্ন তুলেছেন অনেকে।