ওয়েব ডেস্ক: তিনি মহেন্দ্র সিং ধোনি।ভারতকে টি২০ বিশ্বকাপ এবং একদিনের ক্রিকেটের বিশ্বকাপ জিতিয়েছেন অধিনায়ক হিসেবে। টেস্টে ভারতীয় দলকে করেছেন বিশ্বের এক নম্বর। ক্রিকেটের অনেক রেকর্ডের সঙ্গে জড়িয়ে তাঁর নাম। কিন্তু ক্রিকেটের জন্য, তাঁর খিদে এখনও কতটা? তা বোঝা যায়, ভারতীয় দলের ফিল্ডিং কোচ আর শ্রীধরের কথায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জানেন, হার্দিক পাণ্ডিয়াকে কার সঙ্গে তুলনা করলেন সুনীল গাভাসকর?


আসলে রবিবারের তৃতীয় একদিনের ম্যাচের আগে 'অপশনাল প্র্যাকটিস' ছিল টিম ইন্ডিয়ার। যেহেতু 'অপশনাল প্র্যাকটিস' তাই আসেননি অনেকেই। যদিও 'অপশনাল প্র্যাকটিস'-ও মিস করেননি মহেন্দ্র সিং ধোনি। তাই প্র্যাকটিস শেষে আর শ্রীধর বলেছেন, 'আসলে এমএস কিছুতেই থামতে জানে না। প্রত্যেকটি ম্যাচই যেন ওর কাছে নতুন করে কেরিয়ার শুরুর মতো। ধোনি নিজেই সবথেকে ভাল জানে, ওর শরীরের অবস্থা। ফিটনেসের অবস্থা। আদ্যন্ত পেশাদার। ওকে দেখেই তো তরুণ প্রজন্মের ক্রিকেটাররা শিখছে।'


আরও পড়ুন  ভিভ, গম্ভীর, সেহবাগদের টপকে বিশ্বরেকর্ড জো রুটের