নিজস্ব প্রতিবেদন:   আইপিএলের উদ্বোধনী ম্যাচে ৪৩৬ দিন পর বাইশ গজে ফিরে ব্যাট হাতে মাঠে নামলেও রানের খাতা খোলেননি মহেন্দ্র সিং ধোনি। ব্যাট হাতে ধোনি ধামাকা দেখা যায় নি। বরং ধোনির নতুন সিঙ্ঘম লুকস সবার দারুণ পছন্দ হয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় হয়েছে। আইপিএলে ধোনিকে বারবার নতুন লুকসে দেখা গিয়েছে। এবার আর হেয়ার স্টাইল নয়, দাড়ির স্টাইলে মাত করে দিয়েছেন মাহি। তবে আমিরশাহি আইপিএলের উদ্বোধনী ম্যাচ জিতে চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে জয়ের সেঞ্চুরি করেছেন মাইলস্টোন ম্যান মাহি। ধরেছেন ১০০ ক্যাচও। আজ রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে নামার আগে তিন তিনটে রেকর্ডের দোরগোড়ায়  'থালা' ধোনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০৮ সাল থেকে এখন পর্যন্ত ১৯১ টি আইপিএল ম্যাচ খেলেছেন মাহি। মেরেছেন ২৯৫টি ছক্কা। আজ আর পাঁচটা ছক্কা মারতে পারলেই ৩০০ ক্লাবের ঢুকে পড়বেন ধোনি।  ভারতীয়দের মধ্যে আইপিএলে ৩০০ ছক্কার নজির রয়েছে রোহিত শর্মা (৩৬১) এবং সুরেশ রায়নার (৩১১)।


আইপিএলে আগের ম্যাচেই ১০০ ক্যাচ ধরার মাইলস্টোন স্পর্শ করেন। রাজস্থান ম্যাচে আর তিনটে ক্যাচ ধরলেই সুরেশ রায়নাকে (১০২ ক্যাচ) টপকে যাবেন ধোনি। তালিকায় শীর্ষে রয়েছেন দীনেশ কার্তিক।


আইপিএলে উইকেটকিপার হিসেবে ধোনি এখন পর্যন্ত ৯৬টি ক্যাচ নিয়েছেন। আজ চারটে ক্যাচ নিতে পারলেই উইকেটকিপার হিসেবে ক্যাচ ধরার সেঞ্চুরি করবেন। উইকেটকিপার হিসেবে ১০১ টি ক্যাচ ধরেছেন দীনেশ কার্তিক।   



আরও পড়ুন - IPL 2020: কনকাশন কাটিয়ে আজ মাঠে নামছেন স্মিথ, রাজস্থানের সামনে ধোনির চেন্নাই