IPL 2020: কনকাশন কাটিয়ে আজ মাঠে নামছেন স্মিথ, রাজস্থানের সামনে ধোনির চেন্নাই
আইপিএলে এখনও ২১ বার মুখোমুখি হয়েছে চেন্নাই-রাজস্থান। চেন্নাই যেখানে ১৪ বার জিতেছে সেখানে ৭ বার জিতেছে রাজস্থান। পরিসংখ্যানে এগিয়ে ধোনির দল।
নিজস্ব প্রতিবেদন: উদ্বোধনী ম্যাচে মুম্বাইকে হারিয়ে আজ দ্বিতীয় ম্যাচে নামছে ধোনির চেন্নাই সুপার কিংস। সামনে রাজস্থান রয়্যালস। শারজায় আজ আইপিএল অভিযান শুরু করছে রাজস্থান। অন্যদিকে কনকাশন কাটিয়ে মাঠে ফিরছেন স্টিভ স্মিথ। ধোনির দলকে টেক্কা দিতে তৈরি স্মিথরা।
After Abu Dhabi and Dubai, the #Dream11IPL action now shifts to Sharjah as @rajasthanroyals kick off their campaign against @ChennaiIPL in Match 4.
Preview by @ameyatilak https://t.co/QF1Mbxpuge #RRvCSK pic.twitter.com/25GpHs7w1b
— IndianPremierLeague (@IPL) September 22, 2020
প্রথম ম্যাচে জিতে ফুরফুরে মেজাজে ধোনি শিবির। এই ম্যাচেও ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভোকে পাবে না চেন্নাই। সম্ভবত প্রথম ম্য়াচের এগারোই আজও মাঠে নামাতে পারে সিএসকে। জয়ের ধারা বজায় রাখাই মূল লক্ষ্য চেন্নাই সুপার কিংসের।
অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হওয়ার আগে অনুশীলনে মাথায় চোট পান স্টিভ স্মিথ। কনকাশনের কারণে একদিনের সিরিজে স্মিথকে নামানোর ঝুঁকি নেয়নি অজি শিবির। রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ অবশ্য নিশ্চিত করেছে যে কনকাশন কাটিয়ে আজ মাঠে নামছেন স্মিথ। তবে বিধ্বংসী জস বাটলারকে পাবে না রাজস্থান। পরিবার সঙ্গে নিয়ে আসায় আপাতত বাধ্যতামলক ছয় দিনের কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। বাবা অসুস্থ তাই ক্রাইস্টচার্চেই রয়েছেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার বেন স্টোকস। তাই রবিন উথাপ্পা, জোফ্রা আর্চার, সঞ্জু স্যামসনরাই স্মিথের তুরুপের তাস হয়ে উঠতে পারেন।
আইপিএলে এখনও ২১ বার মুখোমুখি হয়েছে চেন্নাই-রাজস্থান। চেন্নাই যেখানে ১৪ বার জিতেছে সেখানে ৭ বার জিতেছে রাজস্থান। পরিসংখ্যানে এগিয়ে ধোনির দল।
আরও পড়ুন - IPL 2020: হায়দরাবাদকে হারিয়ে লিগ অভিযান শুরু করল বিরাট কোহলির RCB