"ক্রিকেটে কোনও স্ক্রিপ্ট থাকে না। যে পিচে ব্যাট করে যে রান আমার দল করেছে সেই রানটা ডিফেন্ড করতে প্রত্যেকটা পরিস্থিতিকে বিশ্লেষণ করতে হয়", জেতার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই জানান ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হার, মাহির কাছে সেই ইতিহাস ফিকে হয়ে যায়নি। এমএস বলেন, "এই জয় দিয়ে সেই হারকে ভোলা যাবে না। তবে সেমিতে জেতে হলে বাংলাদেশের বিরুদ্ধে জিততেই হত"।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"শেষ ওভারে ফিল্ডিং সেট করার আগে সবার সঙ্গে কথা বলেই ফিল্ডিং সেট করেছিলাম। হার্দিক সেই মতই বল করে", সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই জানান মাহি। হার্দিক আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম প্রেসার গেমের মুখোমুখি হয়েছে। হার্দিককে বল করানোর আগে স্পিনারদের কথাও মাথায় এসেছিল মাহির। যুবরাজ, সুরেশ রায়নাকে বাদ দিয়ে হার্দিকের হাতে বল তুলে দেওয়ার পিছনে কারণ কী? মাহি বলেন,"প্রত্যেক খেলোয়াড়ের জীবনে চড়াই উতরাই থাকে, হার্দিকেরও আছে। ওর এই অভিজ্ঞতা ওকে অনেক দূর নিয়ে যাবে"।


হার্দিককে বল দেওয়ার সময় যে তিনিটি জিনিসের ওপর মাহি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন-    
 


*ইয়র্কার বল নয়।  
*শেষ বল অবশ্যই ব্যাক অব দ্য লেন্থ ডেলিভারি করতে হবে।
*কতটা ব্যাক অব দ্য লেন্থ হবে! ওয়াইড বল নয়। কিপারের হাতে যেন আসে। ব্যাটসম্যান দৌঁড়ে রান নিতে চাইলে রান আউট করার সুযোগ থাকবে।