জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক কিংবদন্তির প্রশংসায় আরেক কিংবদন্তি। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) কাছে আজীবন কৃতজ্ঞতার কথা, অকপটে স্বীকার করলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandaran Ashwin)। আজ যিনি বিশ্বের অন্য়তম সেরা স্পিনারদেরই একজন। সম্প্রতি অশ্বিন টেস্টে ৫০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেছেন। তাঁর এই কৃতিত্বকে সম্মান জানিয়ে তামিলনাড়ু ক্রিকেট অ্য়াসোসিয়েশন (TNCA) সংবর্ধনা দিয়েছে অশ্বিনকে। সেখানেই তিনি জানিয়েছেন যে, তাঁর হৃদয়ে জোড়া বিশ্বকাপ জয়ী অধিনায়ক ঠিক কোথায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WATCH | MS Dhoni | IPL 2024: না তাকিয়েই বিশাল ছয়! দেখুন কোথায় উড়ল বল, ভাইরাল ধোনি ধামাকা

দেখতে দেখতে আইপিএল ১৭ বছরে পা দিতে চলেছে। আর ঠিক পাঁচ দিন পরেই শুরু হতে চলেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্য়াঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ। ২০০৮ সালে অশ্বিনের আইপিএল অভিষেক হয়। নিউল্য়ান্ডসের কেপটাউনে খেলেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। হলুদ জার্সিতে মুথাইয়া মুরলীথরন, ম্য়াথিউ হেডেন ও ধোনির সঙ্গেই সাজঘর ভাগ করে নিয়েছিলেন তিনি।


অশ্বিন বলেন, '২০০৮ সালে সিএসকে-র ড্রেসিংরুমে আমার সব গ্রেটদের সান্নিধ্য়ে আসি। হেডেন ও ধোনির কথা বলব। ২০০৮ সালে, আমি পুরো আইপিএলে বসেছিলাম। তখন আমি কেউ ছিলাম না। যে দলে মুথাইয়া মুরলীথরন আছে,  সেখান আর কোথায় খেলব আমি? ধোনির কাছে আমি আজীবন ঋণী। ওই আমার হাতে নতুন বল তুলে দিয়ে বলেছিল ক্রিস গেইলকে বল করতে। ১৭ বছর পর অনিল ভাইও সেই পর্ব নিয়েই কথা বলছে।' 
 
চেন্নাই সুপার কিংসের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন ধোনি। পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক কোমর বেঁধেই প্র্যাকটিস করছেন। কে বলবে তাঁর বয়স ৪২! কে বলবে যে, পাঁচ বছর আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেটার পাট চুকিয়ে ফেলেছেন। ধোনির ফিটনেস ও খিদে দেখলে মনে হচ্ছে যেন, তিনি দেশের জার্সিতেই খেলছেন। চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে। অন্য়দিকে অশ্বিন খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে। আগামী ২২ মার্চ, প্রথম ম্য়াচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। ধোনির সঙ্গে অশ্বিনের দেখা হবে সিএসকে বনাম রাজস্থান রয়্য়ালস ম্য়াচে। 


আরও পড়ুন: ICC New Rule: এবার স্টপ ক্লক দেখেই খেলা হবে...বিশ্বকাপ থেকেই বিরাট বদল ক্রিকেটে, জানাল আইসিসি


 



 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)