ওয়েব ডেস্ক: আরও একটা রেকর্ডের মালিক হলেন মহেন্দ্র সিং ধোনি। রবিবার শ্রীলঙ্কার সঙ্গে একদিনের সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচের ৪৫ তম ওভারে অকিলা ধনঞ্জয়কে স্টাম্পিং করলেন। সেই সঙ্গে ভেঙে দিলেন শ্রীলঙ্কারই উইকেটকিপার ব্যাটসম্যান কুমার সঙ্গাকারার রেকর্ড। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একদিনের ক্রিকেট কেরিয়ারে ৯৯টি স্টাম্পিং করেছিলেন সঙ্গাকারা। তৃতীয় একদিনের ম্যাচেই সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন মাহি। তিনশোতম ম্যাচেই তিনি স্টাম্পিংয়ের সেঞ্চুরি করবেন বলে আশা করেছিলেন ভক্তরা। গত ম্যাচে ভাগ্যদেবতা প্রসন্ন হননি। পঞ্চম ম্যাচে এল সেই মুহূর্ত। 



৯৯টি স্টাম্প করতে ৪০৪টি ম্যাচ নিয়েছিলেন সঙ্গাকারা। ধোনির সেখানে রেকর্ড ভাঙতে লাগল ৩০১টি ম্যাচ। একদিনের ম্যাচে সবচেয়ে বেশিবার অপরাজিত থাকার রেকর্ড গতম্যাচেই ধোনির দখলে এসেছিল।