ওয়েব ডেস্ক: তিনি এখনও ক্রিকেট খেলছেন। শুধু তাই নয়, বৃহস্পতিবারও প্রায় হারা ম্যাচে, ভুবনেশ্বর কুমারকে সঙ্গে নিয়ে দিব্যি ভারতকে জিতিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু চিরকাল তো আর কেউ ক্রিকেট খেলবে না। থামতে একদিন হবেই। কিন্তু জানেন কি যে, অবসরের পর ধোনি কী করবেন? এমনিতেই ধোনি অনেকগুলো ফ্রাঞ্চাইজির মালিক। তিনি আইএসএলের চেন্নাইয়ান এফসির মালিক যেমন, তেমন হকি ইন্ডিয়া লিগের রাঁচি দলেরও মালিক। ৩৬ বছর বয়সী ধোনি দুবাইতে একটি ক্রিকেট অ্যাকাডেমিও করছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন ক্যাপ্টেন বিরাট কোহলি


এর বাইরেও রাঁচিতে একটি পাঁচতারা হোটেল করবেন ধোনি। যাতে, তিনি প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগও করবেন। শোনা যাচ্ছে, তাঁর পাঁচতারা হোটেলে প্রায় ৫০০ জন কর্মী থাকবেন।


আরও পড়ুন  আরবি টুপির আদলে গড়া হচ্ছে কাতারের আল থুমামা স্টেডিয়াম