আরবি টুপির আদলে গড়া হচ্ছে কাতারের আল থুমামা স্টেডিয়াম

Updated By: Aug 25, 2017, 09:56 AM IST
আরবি টুপির আদলে গড়া হচ্ছে কাতারের আল থুমামা স্টেডিয়াম

ওয়েব ডেস্ক: দুহাজার বাইশ বিশ্বকাপের জন্য কাতারে দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি চোখ ধাঁধানো স্টেডিয়াম গড়ে উঠেছে কাতার জুড়ে। এবার স্টেডিয়াম শৈলীতে লাগল ঐতিহ্যের ছোঁয়া। আরবি টুপির আদলে এবার কাতারের আল থুমামা স্টেডিয়ামকে নতুন করে তৈরি করা হবে।

আরও পড়ুন হাজতবাসের শাস্তি হল বিশ্বের অন্যতম সেরা সাইট ব্যাক রবার্টো কার্লোসের

শীততাপনিয়ন্ত্রিত এই স্টেডিয়ামে চল্লিশ হাজার দর্শক বসতে পারবেন। শুধু দর্শকাসনের কথাই নয়, স্টেডিয়ামে থাকছে যাবতীয় সূযোগ সুবিধা। এই স্টেডিয়াম দিয়েই গোটা দুনিয়াকে চমকে দিতে চাইছে কাতার। নতুন স্টেডিয়ামের পাশে মেট্রো রেল এবং বন্দর তৈরি করতে প্রায় দুশো বিলিয়ন ডলার খরচ হবে।

আরও পড়ুন  জার্মানির টেনিস দলের নতুন কোচ হলেন বরিস বেকার

.