নিজস্ব প্রতিবেদন:  জাতীয় দল হোক কিংবা আইপিএল- দুই জায়গাতেই খুব কাছ থেকে মহেন্দ্র সিং ধোনিকে দেখার সুযোগ পেয়েছেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং। বন্ধু হিসেবে ধোনি কেমন ছিলেন অকপট জানালেন ভাজ্জি। শুরুর দিনে কেমন ছিলেন কিংবা পরে আদৌ নিজেকে বদলেছেন কিনা ক্যাপ্টেন কুল সব নিয়েই মুখ খুললেন হরভজন সিং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হরভজন সিং বলেন, "এমএস ধোনি যখন প্রথম জাতীয় দলে জায়গা পায়, তখন ও খুব লাজুক প্রকৃতির ছিল।নিজে থেকে কারও সঙ্গে আগে কথা বলত না। কারও ঘরে গিয়ে দরজায় নক করত না। ক্রিকেটের বাইরে ধোনি একা থাকতেই ভালবাসত।" অধিনায়ক হওয়ার পরেও খুব একটা বদল হয়নি মহেন্দ্র সিং ধোনির অন্তত প্রথম এক বছরে।


২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে মাঙ্কিগেট-এর সময় প্রথমবার ধোনিতকে নিজের মতামত দিতে দেখেন হরভজন সিং। তিনি বলেন, "২০০৮ সালে সিডনি টেস্টে বিতর্কিত ঘটনার পর গোটা ভারতীয় দল এক বিন্দুতে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় ধোনি খোলস থেকে বেরিয়ে আসে প্রথম। এম এসের বদল তখন থেকেই প্রথম দেখতে পাই।"


ধোনির থেকে যেটা সবচেয়ে শিক্ষণীয় বিষয় হল, দলের সকলকে সমানাধিকারের পক্ষপাতী হলেন মাহি।


 



আরও পড়ুন - করোনা পরবর্তী ক্রিকেটে সেলিব্রেশন কেমন হবে, বললেন রাহানে