নিজস্ব প্রতিবেদন:  ধোনির অবসর জল্পনা নিয়ে যখন নানা গুঞ্জন।  ঠিক তখনই আইপিএল-এ ধোনির ভবিষ্যত্ যে উজ্জ্বল তার ইঙ্গিত দিয়ে রাখলেন খোদ চেন্নাই ফ্র্যাঞ্চাইজির সিইও।  ২০২২ সালের আইপিএল পর্যন্ত চেন্নাই সুপার কিংসের সঙ্গেই থাকছেন মহেন্দ্র সিং ধোনি, এমনটাই মত সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথের।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথের  কথায়, "আমরা আশা করছি ২০২০-২১ তো বটেই, ২০২২ সাল পর্যন্ত ধোনি আমাদের সঙ্গেই থাকবে। কারণ ও জানে দলে ওর কতটা দায়িত্ব।  ও এটাও জানে টিমকে কী ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে।"


আইপিএল-এর দিনক্ষণ ঘোষণা হতেই বাইশ গজে ক্যাপ্টেন কুলের কামব্যাকের অপেক্ষায় মাহিভক্তরা। কারণ, ২০১৯ সালে বিশ্বকাপের সেমি ফাইনালের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি এমএসডি।



আরও পড়ুন- মোদী সরকারের সবুজ সংকেত মিলতেই BCCI-এর তরফে IPLআয়োজনের ছাড়পত্র পেল আমিরশাহি