WATCH | MS Dhoni | Ranveer Singh: ভাইরাল মাহির ছবিতে হাসির রোল, নেটিজেনরা বললেন `এ তো রণবীর`!
MS Dhonis Latest Picture Draws Comparisons With Ranveer Singh: এমএস ধোনির ছবি ভাইরাল হল। অথচ ফ্যানরা স্মরণ করলেন রণবীর সিংকে। বোঝো কাণ্ড। কিন্তু কী এবং কেন জানতে হলে অবশ্যই পড়ে নিন এই প্রতিবেদন। দেখে নিন সেই ছবিও।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings, CSK) হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্সকে (GT vs CSK, IPL Final 2023) ৫ উইকেটে হারিয়ে পঞ্চমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের জোড়া বিশ্বকাপ জয়ী দলকে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন করিয়েও সেভাবে সুখের সময় কাটাতে পারেননি। মাহি গোটা আইপিএলেই খেলেছিলেন হাঁটুর চোট নিয়ে। আইপিএল ফাইনাল শেষ হওয়ার পরেই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির অস্ত্রোপচার হয়। আথ্রোস্কোপিক রিপেয়ারের জন্য ধোনিকে মাইক্রোসার্জারি করাতে হয়েছিল। ধোনি এখন ফিট। যদিও তাঁর রিহ্যাব চলবে। ধোনি এখন রয়েছেন রাঁচিতে। বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাচ্ছেন। ধোনির হ্যাপি মুডের একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, তিনি কো-অর্ড সেট পরেছেন সাদা স্নিকার্সের সঙ্গে। ধোনিকে এরকম পোশাকে এর আগে কখনও দেখা যায়নি। জার্সি বাদ দিয়ে, ধোনি টি শার্টেই মূলত দেখা যায়। কখনও কোর্ট-প্যান্ট বা পাঞ্জাবিতে। তাবলে কো-অর্ডে কখনই তাঁকে দেখা যায়নি। সাধারণত বিচিত্র পোশাক চয়নে সবার উপরে বলি অভিনেতা রণবীর সিং (Ranveer Singh)। নেটিজেনরা ধোনিকে এই অবতারে দেখে রণবীরের সঙ্গেই তুলনা করেছেন।
ধোনির কি আগামী বছরও আইপিএল খেলবেন। ধোনির অবসরের ইস্যুতে আসমুদ্র হিমাচল চর্চা করেছে। ফাইনালের পর ধোনি জানিয়ে দিয়েছিলেন যে, তিনি কী করতে চলেছেন।পুরস্কার প্রদান অনুষ্ঠানে হর্ষ ভোগলের সঙ্গে ধোনির বেশ কিছুক্ষণ কথা হয়। হর্ষ ঘুরিয়েই ধোনির থেকে তাঁর আগামীর পরিকল্পনা জানতে চেয়েছিলেন। ধোনি বলেন, 'দেখুন, আপনি যদি পরিস্থিতির বিচারে দেখেন, তাহলে এটাই সেরা সময় অবসর নেওয়ার। কিন্তু যে ভালোবাসা আর স্নেহতে আমাকে ভরিয়ে দেওয়া হয়েছে, তার জন্য সহজেই বলতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ। আমার জন্য কঠিন হবে আরও ন'মাস কঠিন পরিশ্রম করে অন্তত আরও একটি মরসুম খেলা। কিন্তু প্রচুর কিছু নির্ভর করছে শরীরের উপরে। আমার হাতে ছয়-সাত মাস আছে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য়। আমি ফিরলে সেটা ফ্যানদের জন্য আমার উপহার হবে। আমার জন্য ব্যাপারটা সহজ হবে না। ওরা যে ভালোবাসা-স্নেহ আমাকে দিয়েছে, ওদের জন্য কিছু করতে হবে।' ধোনি বরাবরই 'ক্যাপ্টেন কুল'। আবেগের বহিঃপ্রকাশ তাঁর মধ্যে কখনই সেভাবে দেখা যায় না। জেতা-হারার ঊর্ধ্বে তাঁর অভিব্যক্তি। কিন্তু ধোনিকে ফাইনালে আবেগি হতে দেখা গিয়েছে। আবেগি ধোনিকে দেখে হতবাক হয়েছেন হর্ষ। ধোনি সেই প্রসঙ্গে বলেন, 'যদি আবেগের কথা ধরেন, তাহলে বলব, এটা আমার কেরিয়ারের শেষ অনুচ্ছেদ। আমার মনে হয় এবার আইপিএলে যখন প্রথম ম্যাচ খেলছিলাম, তখন গ্যালারি ভর্তি স্টেডিয়ামে হাঁটছিলাম। সকলে আমার নাম ধরে ডাকছিল। আমার চোখ জলে ভরে এসেছিল। আমি ডাগআউটে দাঁড়িয়ে ছিলাম কিছুক্ষণ। আমি সময়ে নিয়ে উপলব্ধি করি যে, চাপ না নিয়ে আইপিএল উপভোগ করতে চাই। চেন্নাইতেও একই ব্যাপার হয়েছিল। আমি ভেবেছিলাম শেষ ম্য়াচ খেলেছি। যে ভাবে হোক কামব্যাক করতে পারলে ভালোলাগবে।' দেখা যাক ধোনি কী করেন!