সেনাবাহিনীর জওয়ানদের বিশেষ বার্তা দিলেন `পদ্ম ভূষণ` ধোনি
ক্রিকেটার না হলে তিনি যে ভারতীয় সেনা বাহিনীতে যোগ দিতেন বলে আগেই জানিয়েছেন ধোনি।
নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবারই রাষ্ট্রপতি ভবনে সেনাবাহিনীর পোশাকে পদ্ম ভূষণ সম্মান গ্রহণ করেছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান গ্রহণের পর ইনস্টাগ্রামে দেশের সেনাবাহিনীর জওয়ানদের বিশেষ বার্তা দিলেন লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনি।
আরও পড়ুন- বিশ্বকাপ জয়ের দিনেই মুকুটে নতুন পালক ধোনির
ভারতীয় সেনাবাহিনীর তরফে আগেই মহেন্দ্র সিং ধোনিকে লেফটেন্যান্ট কর্নেল পদ দেওয়া হয়েছিল। সেনাবাহিনীর সব রীতি মেনেই মঙ্গলবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মসম্মান গ্রহণ করেন। ক্রিকেটার না হলে তিনি যে ভারতীয় সেনা বাহিনীতে যোগ দিতেন বলে আগেই জানিয়েছেন ধোনি।
আরও পড়ুন - চেন্নাইয়ের হয়ে ওপরের দিকে ব্যাটিং করবেন ধোনি !
পদ্মভূষণ সম্মান গ্রহণের পর ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করে ধোনি লিখেছেন, " সেনাবাহিনীর পোশাকে পদ্মভূষণ সম্মান গ্রহণ করার সময় উত্তেজনা দশ গুণ বেড়ে গিয়েছিল। সেনার এই পোশাকে যাঁরা দেশের জন্য নিজেদের উত্সর্গ করেছেন, তাঁদের পরিবারের সকলের সেই ত্যাগের জন্যই আমরা সকলে সাংবিধানিক অধিকার ভোগ করতে পারি। জয় হিন্দ ...।"