বিশ্বকাপ জয়ের দিনেই মুকুটে নতুন পালক ধোনির
সাত বছর পর সেই দিনেই রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দের হাত থেকে পুরস্কার নিলেন এমএসডি।
নিজস্ব প্রতিবেদন: বিশ্বজয়ের দিনেই সম্মানিত হলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সোমবার পদ্মভূষন সম্মানে সম্মানিত হলেন মাহি।
Dhoni you beauty!!
Only you can be so thoughtful as to receive your #PadmaBhushan wearing the coveted olive uniform.
Armed forces and the whole of India will be proud of you..
Lt. Colonel MS Dhoni of 106 Para TA battalionTightest slap on skeptics of #IndianArmy pic.twitter.com/GX2BtqomHK
— Gray murmurs (@verbal_volleys) April 2, 2018
২০১১ সালে আজকের দিনেই (২ এপ্রিল) ২৮ বছর পর ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন অধিনায়ক ধোনি। সাত বছর পর সেই দিনেই রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দের হাত থেকে পুরস্কার নিলেন এমএসডি। দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন তিনি।
Cricketer Mahendra Singh Dhoni receives Padma Bhushan at Rashtrapati Bhawan in Delhi pic.twitter.com/C9fTvXPt9w
— ANI (@ANI) April 2, 2018
২০০৭-৮ সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান ধোনি। ২০০৯ সালে পদ্মশ্রী পুরস্কার পান তিনি। আর ২০১৮ সালে পদ্মভূষণ সম্মান মহেন্দ্র সিং ধোনির মুকুটে নতুন পালক সংযোজিত করল।
আরও পড়ুন- ৭ বছর আগের বিশ্বজয়ের স্মৃতিতে আছন্ন সচিন-বীরু-ভাজ্জি