টেস্টে অবসরের পরেই আবার নতুন ইনিংসের সূচনা। ক্যাপ্টেন কুল এখন বাবার ভুমিকায়। দীর্ঘ জল্পনার পর অবশেষে সেই মহেন্দ্রক্ষন সামনে এল। বাবা হলেন মহেন্দ্র সিংহ ধোনি।  দিল্লির গুরগাও


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তে এক বেসরকারি হাঁসপাতালে  জন্ম নিল ধোনি আর সাক্ষীর কন্যা সন্তান।


গণমাধ্যম গুলিতে জল্পনা চলছিল আনেক দিন ধরেই। একসময়  টুইট অ্যাকাউন্টে টুইট করে জল্পনাতে জল ঢেলে ছিলেন ধোনি পত্নি সাক্ষী। তবে এবার আর জল্পনা নয়। শুক্রবার বিকেল ৪ টে তে


কন্যা সন্তানের জন্ম দিলেন সাক্ষী। হাসপাতাল সূত্রে সন্তান ও মা দুজনেই এখন সুস্থ।


প্রসবের সময় দেওয়া  হয়েছিল মার্চ মাস। কিন্তু বাবার মতই ঝড়ো  ব্যাটিং এর মতই নির্ধারিত সময়ের এক মাস আগেই পৃথিবীর আলো দেখলেন ধোনি তনয়া। ধোনির পরিবারে স্বভাবতই খুশির


আমেজ।


ক্রিকেট মহল ঠাট্টা করে বলছে, বিশ্বকাপের আগে ধোনির কন্যা সন্তানই হয়ত "লাকি চার্ম' হবে টিম ইন্ডিয়ার। ক্যাপ্টেন কুলের লাক ফ্যাক্টর হবে তাঁর কন্যাই।