‘হাস্যকর’ শাস্তি উপভোগ করছে মুম্বইয়ের তিন ক্রিকেটার
ঈশান কিষণ, অনুকুল রায়, রাহুল চাহর, এই তিন তরুণ তুর্কিই দলীয় অনুশাসন ভেঙেছেন। যার ফল ভোগ করতে হচ্ছে তাঁদের।
নিজস্ব প্রতিবেদন: অনুশাসন মান্য করেননি, তাই শাস্তি পেলেন মুম্বই দলের তিন ক্রিকেটার। ঈশান কিষণ, অনুকুল রায়, রাহুল চাহর, এই তিন তরুণ তুর্কিই দলীয় অনুশাসন ভেঙেছেন। যার ফল ভোগ করতে হচ্ছে তাঁদের। শাস্তি হিসেবে ঈশান, অনুকুল এবং রাহুলকে ‘ইমোজি কিট’ পরতে দেওয়া হয়েছে। আর সেটা পরেই ট্র্যাভেল করতে হচ্ছে তাঁদের।
আরও পড়ুন- জিতুক না জিতুক, ১৫০ কোটি পাবে কলকাতা
কী দোষ করেছেন দলের এই তিন তরুণ?
ঈশান কিষণ- জিম সেশন ছিল, বেমালুম ভুলে গিয়েছেন ঈশান। আর তার জন্যই শাস্তি ভোগ করছেন এই তরুণ তুর্কি।
অনুকুল রায়- নির্ধারিত সময়ে সাইকো রুমে পৌঁছাননি, সে কারণে ইমোজি ট্র্যাক পরতে হয়েছে তাঁকেও।
রাহুল চাহর- বলা হয়েছিল জিন্স পরে আসতে, রাহুল পরেছিলেন ট্র্যাক শুট।
আরও পড়ুন- গম্ভীরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কার ছিল?