গম্ভীরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কার ছিল?

ভারত তো বটেই বিশ্ব ক্রিকেটেও এই ঘটনা বিরল, যেখানে প্রথম একাদশ থেকে নিজেকে নিজেই ছেঁটে ফেলছেন তারকা ক্রিকেটার।

Updated By: May 3, 2018, 04:14 PM IST
গম্ভীরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কার ছিল?

নিজস্ব প্রতিবেদন: তিনি বরাবরই উলটো পথের পথিক। কোনও ক্রিকেটার নিজের কেরিয়ার নিয়ে যা কখনও ভাবতেই পারেন না, সে সবই গৌতির বাঁয়ে হাত কা খেল। প্রথমে চ্যাম্পিয়ন দল কলকাতার দায়িত্ব ছাড়লেন। ফিরলেন দিল্লিতে। সেখানে  ব্যর্থ হয়ে অধিনায়ক পদ থেকেও অব্যাহতি নিলেন। এখানেই শেষ নয়, সে ভাবে পারফর্ম না করতে পারায় প্রথম একাদশ থেকেও ‘বাদ রাখলেন’ নিজেকে। শ্রেয়সের একাদশ থেকে নিজেকে বাদ রাখার ‘নির্মম’ সিদ্ধান্ত নিলেন নিজেই।

আরও পড়ুন- ব্যাগি গ্রিনদের হেডস্যার হচ্ছেন জাস্টিন ল্যাঙ্গার

ভারত তো বটেই বিশ্ব ক্রিকেটেও এই ঘটনা বিরল, যেখানে প্রথম একাদশ থেকে নিজেকে নিজেই ছেঁটে ফেলছেন তারকা ক্রিকেটার।

আরও পড়ুন- ওয়ানডে-তে শীর্ষ স্থান হারাল ভারত

দিল্লি দলের অধিনায়ক শ্রেয়স জানিয়েছেন, “তাঁকে (গৌতম গম্ভীর) বাদ দেওয়ার সিদ্ধান্ত আমার ছিল না। তিনি নিজেই বাইরে বসার সিদ্ধান্ত নিয়েছেন। এটা সত্যিই সাহসী পদক্ষেপ। আর সে কারণেই তাঁর প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা। ভাল খেলছিলেন না, তাই জায়গা ছেড়েছেন, কোনও অধিনায়কের পক্ষেই এমন সিদ্ধান্ত নেওয়া কঠিন ”।

.