মুম্বই ৩৭৪ ও ২৬৯
মধ্যপ্রদেশ ৫৩৬ ও ১০৮/৪
৬ উইকেটে জয়ী মধ্যপ্রদেশ


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচের সেরা শুভম শর্মা (১১৬ ও ৩০)


সিরিজের সেরা সরফরাজ খান (৯৮২ রান)


নিজস্ব প্রতিবেদন: বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রঞ্জি ফাইনালে (Ranji Trophy Final) মুখোমুখি হয়েছিল ৪১ বারের চ্যাম্পিয়ন মুম্বই ও মধ্যপ্রদেশ। মুম্বইকে ৬ উইকেটে হারিয়ে এই প্রথমবার রঞ্জি চ্যাম্পিয়ন হল মধ্যপ্রদেশ। ২৩ বছর পর দ্বিতীয়বার রঞ্জি ফাইনালে উঠেই বাজিমাত করল চন্দ্রকান্ত পণ্ডিতের শিষ্যরা। মুম্বইয়ের তুলনায় মধ্যপ্রদেশ দলে সেভাবে কোনও বড় নাম ছিল না। কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলেই মধ্যপ্রদেশ হয়ে গেল 'জায়ান্ট কিলার'।


রবিবার অর্থাৎ রঞ্জি ফাইনালের পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনেই মধ্যপ্রদেশের সামনে জয়ের সুবর্ণ সুযোগ চলে এসেছিল। আর দ্বিতীয় সেশনেই শিরোপা জিতে নিল তারা। দ্বিতীয় ইনিংসে ২৬৯ রানে অলআউট হয়ে যায় মুম্বই। রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার জন্য মধ্যপ্রদেশের সামনে ছিল মাত্র ১০৮ রানের লক্ষ্যমাত্রা। চার উইকেট হারিয়ে অনায়াসে সেই রান তুলে নেয় আদিত্য শ্রীবাস্তবা অ্যান্ড কোং।



শনিবার চতুর্থ দিনের শেষে মুম্বই ২ উইকেট হারিয়ে ১১৩ রান তুলেছিল। গতকালের অপরাজিত ব্যাটার আরমান জাফর (৩০) ও সুভেদ পারকর (৯) এদিন খেলা শুরু করেন। ১৬২ রানে এগিয়ে ছিল মধ্যপ্রদেশ। এদিন আর মাত্র ১৫৬ রান যোগ করতে পারেন পৃথ্বী শ ও যশস্বী জয়সওয়ালরা।  সুভেদ পারকর দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন মুম্বইয়ের হয়ে। সরফরাজের ব্যাট থেকে আসে ৪৫ রান।  মধ্যপ্রদেশের হয়ে কুমার কার্তিকেয়া একাই তুলে নেন ৪ উইকেট। গৌরব যাদব ও পার্থ সাহানি ২টি করে উইকেট নেন।


১০৮ রানের টার্গেট মাথায় রেখে ব্যাট করতে নামেন হিমাংশু মন্ত্রী ও যশ দুবে। কিন্তু শুরুতেই যশ দুবের উইকেট হারায় মধ্যপ্রদেশ। মাত্র ১ রানে ফিরে যান তিনি। যশকে হারিয়েও কোনও ভাবেই চাপে পড়েনি মধ্যপ্রদেশ। হিমাংশু মন্ত্রী ও শুভম শর্মা দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে খেলা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ৩৭ রান করে শামস মুলানির বলে আউট  হয়ে যান মন্ত্রী। ৩০ রান করে ফেরেন শুভম। রজত পতিদার ৩০ রানে অপরাজিত থেকে বাকি কাজটা করে দেন।


তবে দেখতে গেলে মধ্যপ্রদেশ কিন্তু প্রথমবার রঞ্জি জিতল না। মধ্যপ্রদেশ নামে প্রথমবার জিতল তারা। অতীতে হোলকার নামে তারা চারবার রঞ্জি জিতেছে। 


 


১৯৪৫-৪৬ বনাম বরোদা 



১৯৪৭-৪৮ বনাম বোম্বাই 



১৯৫০-৫১ বনাম গুজরাত 



১৯৫২ - ৫৩ বনাম বাংলা 



২০২১-২২ বনাম মুম্বই 



হোলকার থেকে অধুনা মধ্যপ্রদেশের রঞ্জি জয়ের তালিকা। 


ফাইনাল খেলেছে ১০ বার। জয় পাঁচ। হার পাঁচ। 


 


আরও পড়ুন:  Modi-Mithali: মিতালির ভূয়সী প্রশংসা করলেন মোদী, রবির রেডিও অনুষ্ঠানে শুনল দেশ


আরও পড়ুনRohit Sharma: কোভিড আক্রান্ত রোহিত, চাপে টিম ইন্ডিয়া


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)