Rohit Sharma: কোভিড আক্রান্ত রোহিত, চাপে টিম ইন্ডিয়া

শনিবার রোহিতের করোনা পরীক্ষা করা হয়। ফল পজিটিভ এসেছে। বিসিসিআই-এর তরফ থেকে রবিবার সকালে টুইট করে এই খবর জানানো হয়েছে। 

Updated By: Jun 26, 2022, 09:25 AM IST
Rohit Sharma: কোভিড আক্রান্ত রোহিত, চাপে টিম ইন্ডিয়া
ফোটো- টুইটার

নিজস্ব প্রতিবেদন: ফের একবার ভারতীয় দলে (Indian Cricket Team) কোভিড (Covid 19) হানা দিল। বিরাট কোহলির (Virat Kohli) পর এ বার করোনায় আক্রান্ত হলেন রোহিত শর্মা (Rohit Sharma)। লেস্টারের (Leicestershire) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল। তবে শুভমন গিলের সঙ্গে ওপেন করতে যাননি ভারতের অধিনায়ক। তখন থেকেই রোহিতের অনুপস্থিতি নিয়ে জল্পনা বাড়তে থাকে। অবশেষে এমন খবর সামনে এল। নিয়ম অনুসারে হোটেলের ঘরেই নিভৃতবাসে রয়েছেন রোহিত। 

শনিবার রোহিতের করোনা পরীক্ষা করা হয়। ফল পজিটিভ এসেছে। বিসিসিআই-এর তরফ থেকে রবিবার সকালে টুইট করে এই খবর জানানো হয়েছে। 

রোহিত প্রস্তুতি ম্যাচে খেললেও শনিবার ব্যাট করতে নামেননি। অথচ ভারতের সাত উইকেট পড়ে গিয়েছিল। প্রথম ইনিংসে ২৫ রান করেছিলেন তিনি। রোমান ওয়াকারের বলে আউট হন। দ্বিতীয় দিন ফিল্ডিংও করতে নেমেছিলেন তিনি। 

আগামী ১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে নামবে ভারত। এজবাস্টনে শুরু হতে চলা সেই টেস্টের আগে রোহিত সুস্থ হয়ে ওঠেন কিনা সেটাই এখন প্রশ্ন।

আরও পড়ুন, 1983 World Cup: 'কেউ বিশ্বাস করতে পারেননি ভারত বিশ্বকাপ জিততে পারে'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.