ওয়েব ডেস্ক: আলোতেই ঝলসে গেল প্রণব? হ্যাঁ, এই প্রশ্নটাই বারবারে ঘুরে ফিরে আসছে ক্রিকেট উৎসাহীদের মনে। মুম্বইয়ের ওই ছেলেটা যেদিন ১০০৯ রানের ইনিংস খেলছিল, ভারত গায়ে মেখেছিল আরও এক 'সচিন রশ্মি'র আভা। দেড় বছরও কাটল না, স্বপ্নের ফানুস আকাশে উড়ে কোথায় যেন মিলিয়ে যাচ্ছে। সূর্যগ্রাসে ম্লান চন্দ্র-আভা। এক ম্যাচে ১০০৯ রান করা বিস্ময় বালক হারিয়ে যাচ্ছে একটু একটু করে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সফল অধিনায়ক গম্ভীরকে ছেড়ে দিল নাইট রাইডার্স


বিগত দেড় বছরে রান নেই প্রণবের ব্যাটে। মুম্বইয়ের অনুর্ধ-১৯ দলেও ঠাই হয়নি। এয়ার ইন্ডিয়ার সঙ্গেও চুক্তি ভেঙেছে প্রণবের। সব মিলিয়ে প্রণব এক 'ইতিহাসের নাম' হয়ে যাওয়ার পথে।  



ইন্টার-স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় মুম্বইকর প্রণব ধনওয়াড়ের ১০০৯ রানের ইনিংস নিঃসন্দেহে ক্রিকেট ইতিহাসের এক মাইলফলক। অটোচালকের ছেলের এই কীর্তি খবরের শিরোনামে আসতেই সেদিন ঝাপিয়ে পড়েছিল সারা ভারত। সব আলোই প্রণবের ওপর। তরুণ প্রতিভাকে বিকশিত করতে সাহায্যের হাত বাড়িয়েছিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনও। প্রতি মাসে ১০,০০০ টাকা স্কলারশিপের ঘোষণাও করে এমসিএ। তবে প্রণবের বাবা তা নিতে অস্বীকার করে। কারণ, 'ছেলে ভাল পারফর্ম করছে না'। 


আরও পড়ুন- আইপিএলে ইতিহাস! রেকর্ড ১৭ কোটিতে বিরাটকে ধরে রাখল বেঙ্গালুরু


প্রণবের বাবা জানিয়েছেন, "ছেলে বিশ্বরেকর্ড করার পর এমসিএ স্কলারশিপ দেওয়ার কথা বলে, তার জন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। তবে শেষ দেড় বছর প্রণব প্রত্যাশা মত পারফর্ম করতে পারেনি, তাই এই সাহায্য নেওয়াটা অন্যায় হবে। এরপর যদি প্রণব ভাল খেলে তখন আবার  স্কলারশিপ দেওয়ার কথা ভাবতে পারে এমসিএ। কিন্তু, এখন এই স্কলারশিপ বন্ধ রাখার জন্য অনুরোধ করছি।"