ওয়েব ডেস্ক: ওয়াংখেড়ে। এ দেশের ক্রিকেট নগরী তো মুম্বই। সেই মুম্বই শহরের সেরা ক্রিকেট স্টেডিয়াম বলে কথা। কিন্তু এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে মোটেই ভালো খেলতে পারেন না ভারতীয় দলের ওপেনাররা। সেই ওয়াংখেড়েতেই ইংল্যান্ডের বিরুদ্ধে চতূর্থ টেস্টের প্রথম ইনিংসে ভারতের হয়ে সেঞ্চুরি করলেন ওপেনার মুরলী বিজয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন খবর কাগজে করে খাবার আনবেন না, তাহলেই গেল!


তিনি আউট হন ১৩৬ রান করে। গত ১৪ বছরে তিনিই একমাত্র ভারতীয় ওপেনার, যিনি সেঞ্চুরি করলেন ওয়াংখেড়েতে। এর আগে ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন বীরেন্দ্র সেহবাগ। এছাড়া ওয়াংখেড়েতে ওপেনার হিসেবে সেঞ্চুরি করেছেন সুনীল গাভাসকর।


আরও পড়ুন  বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে মোতেরা!