আইপিএলকে ফের বিতর্কের দুনিয়ায় নিয়ে গেল মুরলির `গুগলি`
ফের বিতর্কে আইপিএল। এবার বকেয়া টাকা না মেটানোর অভিযোগ তুললেন বিদেশি ক্রিকেটাররা। শ্রীলঙ্কার কিংবদন্তী স্পিনার মুথাইয়া মুরলিথরনের দাবি তার পাওনা দুকোটি টাকা এখনও মেটায়নি আইপিএল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ২০১১ সালে আইপিএলের দল কোচি টাস্কার্সের হয়ে খেলেছিলেন মুথাইয়া মুরলিথরন। ব্যাঙ্ক গ্যারান্টি দিতে না পারায় কোচি দলকে আইপিএল থেকে নির্বাসিত করা হয়।
ওয়েব ডেস্ক: ফের বিতর্কে আইপিএল। এবার বকেয়া টাকা না মেটানোর অভিযোগ তুললেন বিদেশি ক্রিকেটাররা। শ্রীলঙ্কার কিংবদন্তী স্পিনার মুথাইয়া মুরলিথরনের দাবি তার পাওনা দুকোটি টাকা এখনও মেটায়নি আইপিএল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ২০১১ সালে আইপিএলের দল কোচি টাস্কার্সের হয়ে খেলেছিলেন মুথাইয়া মুরলিথরন। ব্যাঙ্ক গ্যারান্টি দিতে না পারায় কোচি দলকে আইপিএল থেকে নির্বাসিত করা হয়।
আরও পড়ুন- কোচ বিতর্কে সৌরভের পর মুখ খুললেন সচিন, বিড়ম্বনায় শাস্ত্রী
এরপর পাওনা টাকার জন্য বিসিসিআইকে বিষয়টি জানান মুরলি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আশ্বাস দিলেও তিনি এখনও তার পাওনা টাকা পাননি বলেই অভিযোগ করেছেন মুরলিথরন। এদিকে মহম্মদ সামিকে চোটের ক্ষতিপূরণ হিসেবে বিসিসিআই ২ কোটি ২০ লাখ টাকা দেওয়ায় পাল্টা টাকার দাবি তুলেছেন ব্র্যাড হজও।
আরও পড়ুন-ক্যাপ্টেন কোহলির সমালোচনায় পূজারার বাবা