নিজস্ব প্রতিবেদন: ক্রিকেট মাঠেই নিজের সতীর্থকে মারতে গিয়ে সমালোচনার শিকার হলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। বঙ্গবন্ধু টি-২০ কাপের ম্যাচ চলাকালীন বেক্সিমকো ঢাকার অধিনায়ক রহিম একটি ক্যাচ ধরা নিয়ে সংশয়কে কেন্দ্র করে নাসুম আহমেদকে বল ছুঁড়ে মারতে গিয়েও সামলে নেন নিজেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বরিশালের বিরুদ্ধে ম্যাচ চলাকলীন বিপক্ষের ব্যাটসম্যান হুক মারতে গিয়ে ক্যাচ তোলেন এবং শর্ট ফাইন লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডার নাসুম ক্যাচ ধরার জন্য এগোতেই খেয়াল করেন অধিনায়ক রহিম নিজের জায়গা ছেড়ে এগিয়ে এসেছেন। বল তালুবন্দি করার পরেই ঘুরে গিয়ে নাসুমের দিকে বলটি ছুঁড়তে যান রহিম। ভয়ে প্রথমে মুখও সরিয়ে নেন নাসুম।


 



পরে রহিম নিজেকে সামলে নিলেও নাসুমকে মাঠেই বকানকি করতে দেখা যায় তাকে। ক্রিকেট খেলার নিয়মই হল উঁচু ক্যাচ ধরার সময় চিৎকার করে পাশের ফিল্ডারকে সজাগ করা। নাসুম সম্ভবত তা করেননি বলেই রেগে গেছিলেন রহিম। যদিও তাঁর এই আচরণ সমর্থকদের পছন্দ হয়নি।ম্যাচটি শেষপর্যন্ত জেতে ঢাকাই। ঢাকার ১৫০ রানের জবাবে বরিশাল ১৪১ রানেই থেমে যায় নির্ধারিত ২০ ওভারে।


আরও পড়ুন- থুতু ব্যবহার বন্ধ হওয়ার ফলে পিছিয়ে পড়ছেন বোলাররা : শচীন তেন্ডুলকর