ওয়েব ডেস্ক: আইপিএল নাইনে নজর কাড়ছেন সানরাইজার্স হায়দ্রাবাদের বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। শুধু আইপিএল কেন আন্তর্জাতিক ক্রিকেটে আর্বিভাবেই চমকে দিয়েছিলেন মুস্তাফিজুর। এই বাংলাদেশি পেসারের স্লোয়ার,সুইং,কাটারের সামনে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের অসহায় লাগছে। তা সেই মুস্তাফিজুরকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও। ভিডিওটি হল মীরপুরে ভারত-বাংলাদেশ ম্যাচ চলাকালীন।


ভিডিওটিতে দেখা যাচ্ছে ধোনি রান নিতে যাওয়ার সময় হঠাত্‍ই মাঝে চলে আসেন মুস্তাফিজুর। তারপরই ধোনিকে কার্যত ধাক্কা মারেন মুস্তাফিজুর। এর আগে রোহিত শর্মার রান নিতে যাওয়ার সময় সেই বাংলা পেসার সামনে চলে আসায় রান আউটের সম্ভাবনা তৈরি হয়। ধোনি-মুস্তাফিজুরের এই ধাক্কাধাক্কি কাণ্ডের জেরে দুজনেরই জরিমানা হয়। ধোনির ম্যাচ ফি-র ৭৫ শতাংশ কাটা যায়। মুস্তাফিজুরের কাটা যায় ৫০ শতাংশ।