নিজস্ব প্রতিবেদন: বিরাট কোহলির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ জয় টিম ইন্ডিয়ার। গোটা সিরিজে ৫৫৮ রান করে বিশ্বরেকর্ড থেকে সিরিজ সেরা বিরাট কোহলি। বিরাটের তুঙ্গ সাফল্যের নেপথ্যে কে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কোহলির সেঞ্চুরিতে সেঞ্চুরিয়নে সিরিজের শেষ ম্যাচেও জয় ভারতের


দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম একদিনের সিরিজ জয়ের নেপথ্যে উঠে এল 'বিরুষ্কা' তত্ত্ব। প্রোটিয়াদের দেশে ধারাবাহিক দুরন্ত সাফল্যের জন্য স্ত্রী অনুষ্কাকেই কৃতিত্ব দিচ্ছেন বিরাট কোহলি। শুক্রবার সুপার স্পোর্টস পার্কে পুরস্কার বিতরণী মঞ্চে 'লেডি লাক' প্রসঙ্গে বিরাট বলেন, "আমার এই সাফল্যের পিছনে বেশ কয়েকজন মানুষ রয়েছেন। বিশেষ করে আমার স্ত্রী। গোটা সিরিজে ও আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে এবং এগিয়ে নিয়ে গেছে। ওর কাছে আমি কৃতজ্ঞ। অতীতে এই নিয়ে অনেক সমালোচনা শুনতে হয়েছে আমার স্ত্রী-কে। অনুষ্কাই দক্ষিণ আফ্রিকায় গোটা সিরিজে আমাকে প্রেরণা দিয়েছে।"



টেস্ট সিরিজে ২ - ১ ব্যবধানে হারলেও, একদিনের সিরিজে ৫ - ১-এ জয় কোহলির নেতৃত্বে। এবার টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফিরতে চাইছে কোহলি অ্যান্ড কোম্পানি।


খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়