নিজস্ব প্রতিবেদন : আসন্ন বিশ্বকাপে ভারতীয় ত্রিফলা পেস আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হলেন মহম্মদ শামি। ব্যক্তিগত বা পারিবারিক জীবনে সমস্যা থাকলেও বাইশ গজে তার প্রভাব পড়তে দেননি শামি। বরং উল্টোটাই দেখা দিয়েছে। আগুনে পেস সঙ্গে ডেথ ওভার বোলিংয়ে বিরাটের তুরুপের তাস হয়ে উঠেছেন মহম্মদ শামি। তবে ইংল্যান্ডে বিশ্বকাপে ইয়র্কারেই মাত দিতে তৈরি তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বিশ্বকাপে ইংল্যান্ডে ব্যাটসম্যানরা সুবিধে পেলেও বোলার হিসেবে নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়ে যেতে চান শামি। তিনি বলেন, "ইংল্যান্ডে ফ্ল্যাট উইকেট ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য। কিন্তু বোলারদের জন্যও সমান সুযোগ রয়েছে পরিস্থিতি কাজে লাগানোর। আবহাওয়াকে কাজে লাগিয়ে পরিস্থিতি অনুযায়ী সঠিক লেন্থে বল করতে হবে।  আমার বলে গতি আছে সঙ্গে সুইংও রয়েছে যা দিয়ে ব্যাটসম্যানদের আঘাত করতে পারব। আমি এসব নিয়ে একেবারেই বিব্রত নয়। বরং আমি বিশ্বাস করি ওখানকার আবহাওয়া আমার বোলিংয়ের জন্য অনুকূল পরিবেশ। অফ স্টাম্পের বাইরে লেট-সুইং  এবারের বিশ্বকাপে ভালো কাজ দেবে।"


আরও পড়ুন - ICC World Cup 2019: বিশ্বকাপে গম্ভীরের ফেভারিট ভারত নয়!


পাশাপাশি শামি আরও বলেন, "আমি যখন মাঠের বাইরে ছিলাম তখন একবারের জন্যও ফোকান নষ্ট করিনি। বরং অনুশীলন চালিয়ে গিয়েছি।  আর তার চেয়েও বড় কথা যেটা হল ইংল্যান্ডে আমার বড় অস্ট্র হবে ইয়র্কার। বিশ্বকাপে আমি ইয়র্কার বেশি মাত্রায় ব্যবহার করব। আমি জোরে বল করব সঙ্গে ভিতরের ঢুকে আসা বলগুলোতে ব্যাটসম্যানদের সমস্যা হবে।"