ওয়েব ডেস্ক: মাদ্রিদ ওপেনে রাফায়েল নাদালের রাজত্ব। ডমিনিক থিয়েমকে স্ট্রেট সেটে হারিয়ে কেরিয়ারে পঞ্চমবার মাদ্রিদ ওপেন জিতলেন রাফায়েল নাদাল। লাল সুড়কির কোর্টে অব্যাহত থাকল চলতি মরশুমে নাদালের দুরন্ত ফর্ম। বার্সেলোনা ওপেন, মন্টেকার্লো মাস্টার্স জেতার পর এবার জিতলেন মাদ্রিদ ওপেন। টানা জিতেছেন পনেরোটা ম্যাচ। র্যাটঙ্কিংয়ে উঠে এলেন প্রথম চারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ১১৮ বছর ধরে খেলার পর মরশুম শেষে ওয়াইট হার্ট লেন ছাড়ছে টটেনহ্যাম


সেটাই স্বাভাবিক, বলছেন বিশেশজ্ঞরাও। লাল সুড়কির কোর্ট মানেই নাদালের বিজয় রথ থাকবে অব্যহত। এমনটাই হয়ে আসছে, তাঁর কেরিয়ারের শুরুর দিন থেকেই। কিন্তু বয়সই বাড়ুক আর, সার্কিটে দীর্ঘদিন কাটিয়ে ফেলা হোক, জেতার খিদে একটুও কমেনি নাদালের।


আরও পড়ুন  প্রভাসের বাহুবলী তো দেখলেন, এবার দেখুন মহেন্দ্র সিং ধোনির বাহুবলী