ওয়েব ডেস্ক: ইডেন টেস্টে শিখর ধাওয়ানের চোট পেয়ে ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করল বিসিসিআই। ধাওয়ানের জায়গায় ইন্দোর টেস্টে দলের সঙ্গে যোগ দিচ্ছেন করুণ নায়ার। বিসিসিআই সচিব অজয় সিরকে এক বিবৃতিতে এই খবর জানান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ধন্যবাদ রাহানে, কেন?


রাজস্থানের ২৪ বছরের ব্যাটসম্যান করুণ নায়ার আইপিএলের পর ঘরোয়া ক্রিকেটেও নজর কাড়েন। ধাওয়ানের চোটে দরজা খুলল দেশের হয়ে দুটি ওয়ানডে খেলা করুণের। তবে নায়ারের অন্তর্ভুক্তিতে ইন্দোরে গৌতম গম্ভীরের খেলার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। লোকেশ রাহুলের চোট না সারলে আগামী শনিবার থেকে শুরু হতে চলা ইন্দোর টেস্টে মুরলি বিজয়ের সঙ্গে গম্ভীরকেই ওপেন করতে দেখা যেতে পারে।