নিজস্ব প্রতিবেদন: ৭ জুলাই মহেন্দ্র সিং ধোনির জন্মদিনে 'স্পেশাল গিফট' দিতে চান বলে অনেক আগে থেকেই জানিয়েছিলেন চেন্নাই সুপার কিংস দলে মাহির সতীর্থ ব্র্যাভো।  কথা দিয়ে কথা রেখেছেন ডোয়াইন ব্র্যাভো। চেন্নাই সুপার কিংসে তাঁর প্রিয় অধিনায়কের জন্মদিনের উপহার হিসেবে 'থালা' মাহিকে 'হেলিকপ্টার-৭' গান উপহার দেন ডিজে ব্র্যাভো। এবার ব্র্যাভো নিজেই জানালেন গানের এমন নামের আইডিয়া দিয়েছিলেন ধোনির স্ত্রী সাক্ষী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মাহি মাহি কোরাসে শুরু হয় গান। পরে জুড়ে গিয়েছে থালা-থালা কোরাস। তামিল ভাষায় থালা শব্দের অর্থ নেতা। বিশ্বকাপ জয় থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, ফিনিশার ধোনি কিংবা রেলের টিটি থেকে ভারতীয় ক্রিকেটের মহানায়ক হয়ে ওঠার সব কাহিনিই ব্র্যাভোর গানে ফুটে উঠেছে।



ধোনিকে এমন গান উপহার দেওয়ার পর মাহির প্রতিক্রিয়া প্রসঙ্গে স্বয়ং ব্র্যাভো জানান, "খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছি আমি ওর থেকে আর ওর স্ত্রী সাক্ষীর থেকে। ওর স্ত্রী তো এই গানে অনেক জায়াগাতেই সাহায্য করেছে। এই গানের নাম হেলিকপ্টার তো ওরই (সাক্ষীর) দেওয়া। আমি তো গানটার নাম দিতে চেয়েছিলাম নম্বর সেভেন। শেষপর্যন্ত এমনটা একটা গান উপহার দিতে পেরে আমি ভীষণ খুশি।"



আরও পড়ুন - বার্সা ছাড়ছেন মেসি! প্রস্তাব দিল KKR; ভাইরাল ছবি, নেটদুনিয়ায় হইচই